ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুম (IPL 2025) শুরু হতে চলেছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে আইপিএল 2025-এর মেগা নিলাম (IPL Auction)। মেগা নিলামের আগে, সমস্ত দল তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। গত মরশুমের বিজয়ী কলকাতা নাইট রাইডার্স মোট ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তবে কেকেআর তাদের অধিনায়ক (KKR New Captain) শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স 2025 সালের আইপিএল-এ নতুন অধিনায়ক (KKR New Captain) পাবে। কেকেআর তাদের নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করে ফেলেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেকেআর এখন রিংকু সিং-এর হাতে নেতৃত্ব (KKR New Captain) তুলে দিতে চলেছে। ২০২৫ সালের আইপিএল-এ (IPL 2025) শ্রেয়স আইয়ারের জায়গায় কেকেআর-এর নতুন অধিনায়ক হবেন রিঙ্কু। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কেকেআর।
গত মরশুম পর্যন্ত ৫৫ লক্ষ টাকার বিনিময়ে কেকেআর-এ খেলেছিলেন রিঙ্কু সিং (KKR New Captain)। আইপিএলের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি একটি ম্যাচের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান। কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫ মরশুমের জন্য ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংকে ধরে রেখেছে।
কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫-এর (IPL 2025) জন্য আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং হর্ষিত রানাকে ধরে রেখেছে। কেকেআর ৪ জন ক্যাপড খেলোয়াড় এবং ২ জন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রেখেছে। বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রমনদীপ সিং (৪ কোটি)। কলকাতা নাইট রাইডার্স ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে ১২০ কোটি টাকার মধ্যে প্রায় ৫৭ কোটি টাকা ব্যয় করেছে। এখন আইপিএল ২০২৫-এর মেগা নিলামে (IPL Auction) কেকেআরের ৬৩ কোটি টাকা থাকবে।