কসবায় তৃণমূল কাউন্সিলের (TMC Councillor) ওপর হামলার রেশ কাটেনি। তাঁকে (TMC Councillor) বাড়ির সামনে গুলি করে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এবার ফের তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) ওপর হামলা। অন্য এক তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) একেবারে বাড়িতে ঢুকে পড়ল এক দুষ্কৃতী। ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) সুদর্শনা মুখোপাধ্যায়ের বাড়ির তিনতলায় পৌঁছে গিয়েছিল দুষ্কৃতী বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সুদর্শনা মুখোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হয়েছেন।
কী হয়েছিল তৃণমূল কাউন্সিলরের বাড়িতে?
জানা গিয়েছে বালিগঞ্জ প্লেসে বাড়ি সুদর্শনা মুখোপাধ্যায়ের। তাঁর বাড়ির বাইরের লক কোনওভাবে খুলে বাড়ির ভিতর ঢুকে পড়ে এক দুষ্কৃতী বলে জানা গিয়েছে। জানা যায়, প্রথমে দুষ্কৃতী বাড়ির একতলায় ঢুকে বেরিয়ে যায়। পরের বার দোতলা ও তিনতলায় উঠে পড়ে দুষ্কৃতী। সেই সময় বাড়ির পরিচারিকা তাঁকে দেখতে পান। দ্রুত গড়িয়াহাট থানায় ফোন করা হয়। পুলিশ এসে দুষ্কৃতীকে আটক করে নিয়ে যায় বলে জানা গিয়েছে।
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। তিনি বলেন, “আমি খুব ভীত ও আতঙ্কিত। যিনি এসে গোটা বাড়ি ঘুরছিলেন, তাঁর চেহারাটা খুব হিংস্র। পায়ে ছিল দামি জুতো। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলেন।” পাশাপাশি তিনি জানিয়েছেন, যে সময় ঘটনাটি ঘটেছিল, সেই সময় তিনি বাড়িতে একা থাকেন অন্য সময়।
অন্যদিকে, কসবার কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই সময় বন্দুকটা লক হয়ে যায়। যার জেরে বরাত জোরে তৃণমূল কাউন্সিলর বেঁচে যান। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ১৭ বছরের এক কিশোরকে কাউন্সিলরকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। ওই কিশোর জানায়, তিনি কাউন্সিলরকে চিনতেন না। তাঁকে ছবি দেখিয়ে খুন করতে বলা হয়েছিল। অভিযুক্ত কিশোর বিহারের বাসিন্দা। এই ঘটনার পরেই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে।