আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ লাগাতার আন্দোলন করে চলেছেন। আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। তিনি আরজি করের জুনিয়র চিকিৎসকের পাশাপাশি টলিউডের পরিচিত নাম (Kinjal Nanda)। তিনি আরজি করে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছেন (Kinjal Nanda)। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কিঞ্জল নন্দ।
কী করেছেন কিঞ্জল নন্দ?
এক বিজ্ঞাপনী প্রচারে অংশ নেওয়ার ফের বিতর্কে উঠে এসেছে কিঞ্জল নন্দের নাম। এক স্টিল প্রস্তুতকারী সংস্থার অ্যাড ক্যাম্পনে প্রধান মুখ হিসাবে দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। পরনে সবুজ শার্ট, ধসূর প্যান্ট। স্টিলের রড হাতে ধরে নিজের চয়েজকেই দেশের চয়েজ, হিসাবে তুলে ধরেছেন কিঞ্জল। এই বিজ্ঞাপনী অ্যাড দেখেই কটাক্ষ করেছেন নাগরিক সমাজের একাংশ। তবে যাঁরা কটাক্ষ করেছেন তাঁদের বেশিরভাগ তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। সুবিধাভোগী বলেও তাঁরা কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, কেউ আবার প্রশ্ন করেছেন, এর আগে কিঞ্জল নন্দকে কোনও বিজ্ঞাপণের প্রচারে দেখতে পাওয়া যায়নি।
তবে গোটা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কিঞ্জল নন্দ। তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, এই বিজ্ঞাপনটি আরজি কর কাণ্ডের আগে শুট করা। এখন সংস্থাটি প্রকাশ্যে এনেছে। কখন সংস্থাটি প্রকাশ্যে আনবে, সেটা সম্পূর্ণ সংস্থাটির সিদ্ধান্ত। পাশাপাশি তিনি বলেন, ‘যাঁরা ধিক্কার জানাচ্ছেন তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি আমি অভিনেতাও। তাই আমায় বিজ্ঞাপনের মুখ বাছা হয়েছে। ওঁদের যুক্তি অনুসারে, তা হলে কি অভিনয় করব না?’
আরজি কর কাণ্ডের সময় নিজের ওয়েব সিরিজ প্রচার করে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন কিঞ্জল নন্দ। তিনি এদিন স্পষ্ট করে বলেনতিনি অভিনয় বা মডেলিং করছেন মানে আন্দোলন থেকে যাননি। আন্দোলনের জন্য় যখন যেখানে তাঁকে দরকার তিনি আছেন। ৬ মাসের শিশুকন্যা, নাওয়া-খাওয়া ভুলে আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচার চেয়ে পথে নেমেছিলেন কিঞ্জল নন্দ। শুধু তাই নয়, তিনি ও তাঁর স্ত্রী অনশন মঞ্চে সহকর্মীদের সঙ্গে ছিলেন সব সময়।