ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire breaks out) অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। আগুন (Fire breaks out) এখন নিয়ন্ত্রণে। এই অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক সপ্তাহ আগেই লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটে। কয়েকদিন আগেই ইএম বাইপাসের ধারে অগ্নিকাণ্ডের ঘটনা। তারপর ফের গড়িহাটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
জানা গিয়েছে, প্রথমে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তরফে আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয়। তবে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। তবে ঝুপড়ির বেশ খানিকটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ঝুপড়ির পাশেই বেশ কয়েকটি বহুতল রয়েছে। রেস্তোরাঁ রয়েছে। তবে সেই অঞ্চলে আগুন পৌঁছায়নি, তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়ছে, ঝুপড়ির এক বাসিন্দা প্রদীপ জ্বালিয়ে বাইরে যান। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অন্যদিকে, কসবায় সোমবার অ্যাক্রোপলিশ মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে আতঙ্কের রেশ রয়ে গেছে। এখনও অ্যাক্রোপলিশ মল সাধারণের জন্য বন্ধ রয়েছে। অ্যাক্রোপলিশ মলে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গে আশেপাশের কর্মীরা এগিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। অন্যদিকে, এই অ্যাক্রোপলিশ মলে পাঁচ মাস আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কিছুদিন আগেই লর্ডসের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লর্ডসের মোড়ের পিছনের দিকে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝুপড়ির আগুন পিছনের বাজার থেকে লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। লর্ডসের মোড়ে অগ্নিকাণ্ডে কোনও হাতহতের খবর না থাকলেও, ঝুপড়ির বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে, কয়েকদিন আগে ভবানীপুরের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের পাঁচটা ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর ফের এক অগ্নিকাণ্ডের ঘটনা শহরে।