আলু পেঁয়াজের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বৈঠক করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি টাকা খাওয়ার অভিযোগ তোলেন (BJP MLA)। এনিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA)। তিনি (BJP MLA) বলেন, মুখ্যমন্ত্রী পুলিশকে চোর বলে নিজেই নিজের মর্যাদা ক্ষু্ন্ন করছেন। মুখ্যমন্ত্রী ভুলে গেছেন তিনি পুলিশ মন্ত্রীও। পাশাপাশি তিনি (BJP MLA) আলু কোথায় বলে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শিলিগুড়ির বাজারে যে আলু দেখা যাচ্ছে, তা ভিন রাজ্যের।
আলু ও পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সকে নির্দেশ দেন। দ্রুত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু ও পেঁয়াজের দাম কমল কি না জানতে শুক্রবার শিলিগুড়ির একাধিক বাজার পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আলু ও পেঁয়াজের দাম কত? কত টাকায় সাধারণ মানুষকে আলু ও পেঁয়াজ কিনতে হচ্ছে, তা খতিয়ে দেখেন। পাশাপাশি তিনি আলু ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।
পুলিশের একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা তোলার অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “মমতার বড় পুলিশরা (নেতা মন্ত্রীরা) চুরি করে আর ছোট পুলিশদের চোর বলে উনি নিজেই নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন।’ তাঁর প্রশ্ন, যে রাজ্যে পুলিশমন্ত্রী পুলিশদেরকে চোর বলেন তিনি আবার পুলিশ মন্ত্রী কীভাবে থাকেন? বিধায়ক বলেন, ‘যাদের মেরুদণ্ড এখনও কালীঘাটে বিক্রি হয়নি তাদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে পারেন এর প্রতিবাদ করুন। পুলিশকে ছোট করে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের চোর নেতাদের আড়াল করার জন্য যারা চোর বলছে তাদের আগে জেলে ভরা উচিত। তবেই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা পাবেন।”
কলকাতা শহরে শুক্রবার বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের দেখা গিয়েছে। তবে শিলিগুড়ি শহরের বাজারগুলোতে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের দেখা যায়নি বলেই শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। তিনি বলেন, “সকাল থেকে বেশ কয়েকটি দোকানে ঘুরলাম। দোকানে আলু পেঁয়াজ আছে দামও শুনলাম। তবে কেনার জন্য লোক চোখে পড়ল না। মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্যে আলু যাওয়ার জন্য দাম বাড়ছে। কিন্তু, এখানকার বাজারে এ রাজ্যের আলু দেখলাম না।”