আরজি কর (RG Kar) মামলার শুনানি চলবে। কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর আদালতে আনা হবে না। আরজি করে (RG Kar) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার বিচারপর্ব সোমবার থেকে ভার্চুয়ালি হবে বলে জানা গিয়েছে। অভিযুক্ত (RG Kar) সেক্ষেত্রে কারাগারের আলাদা ঘরে বলে ভার্চুয়ালি বিচারপর্বে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। নিরাপত্তার কারণেই তাঁকে আলাদত চত্বরে না এনে ভার্চুয়ালি বিচার পর্বে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ভার্চুয়ালি বিচারপর্ব হলেও আদালতের রুদ্ধদ্বার কক্ষেই হবে বলে শিয়ালদহ আদালত থেকে জানা গেছে।শুধু তাই নয়, এক্ষেত্রে দুই পক্ষের আইনজীবী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সব কিছুই আগের মতো থাকবে। শুধু ধৃত সঞ্জয় রায় ভার্চুয়ালি উপস্থিত থাকবে। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের জন্য কারাগারের রুদ্ধদ্বার কক্ষে ক্যামেরার সামনে বসতে হবে বলে জানা গিয়েছে। তিনি আদালতে কী হচ্ছে, সব শুনতে পাবেন। কারাগারে তাঁর কক্ষের বাইরে একজন কারারক্ষী পাহারা দেবেন বলে জানা গিয়েছে। তবে যে যে দিন আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনও সাক্ষীর মাধ্যমে তাঁকে চিহ্নিত করণের বিষয় থাকবে সেদিন আদালতে নিয়ে আসা হবে ধৃত সঞ্জয় রায়কে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ছুটির দিন ছাড়া প্রতিদিন আদালতে হাজির করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় সাংবাদিকদের দেখতে পেয়ে বার বার মুখ খুলেছেন। তিনি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেন। তিনি বলেন, বিনীত গোয়েল তাঁকে ফাঁসাচ্ছে। তাঁকে ভয় দেখানো হয়েছে। ডিপার্টমেন্ট থেকে তাঁকে চুপ থাকতে বলা হয়েছিল। এরপরেই কলকাতা পুলিশের তরফে আলাদতে সঞ্জয় রায়কে প্রবল ঘেরাটোপের মধ্যে নিয়ে আসা হয়। প্রিজন ভ্যানের বদলে কালো কাঁচের গাড়িতে নিয়ে আসা হয়। যাতে কোনওভাবে সঞ্জয় রায়ের কথা সাংবাদিকদের কাছে যায়, যখন সঞ্জয় রায়কে গাড়ি থেকে বের করা হয়, পুলিশ গাড়ি চাপড়াতে থাকে। যাতে সঞ্জয় রায়ের কথা বাইরে পৌঁছাতে না পারে। বাজানো হয়েছিল হর্ন। তারপরে সঞ্জয় রায়ের আদালতে ভার্চুয়াল উপস্থিতি নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।