কয়লাখনিতে ডিনামাইট বিস্ফোরণের জেরে পাথর ছিটকে আশেপাশের বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে (Raniganj)। শনিবার বিকেলে রানিগঞ্জের (Raniganj) নারায়ণকুড়ি খোলামুখ খনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা (Raniganj) খনি এলাকায় দাঁড়িয়ে থাকা ডাম্পার ও গাড়িতে ভাঙচুর চালায়। খনির অফিসেও (Raniganj) ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
শনিবার বিকেলে হঠাৎ করেই রানিগঞ্জের এগাড়া গ্রামে বেজে ওঠে সাইরেন। এই সাইরেন বাজার পরেই সিং পাড়ার বড় অংশ কেঁপে ওঠে। ছাদে আওয়াজ হতে থাকে। টালির চাল ভেঙে পড়তে থাকে বেশ কয়েকটা বাড়িতে। কিছু কিছু বাড়িতে অ্যাজবেস্টাস ফুটো হয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বড় বড় পাথরের চাঁই। বিকেলের দিকে গ্রামবাসীদের কেউ নিজের বাড়িতে চা খাচ্ছিলেন তো কেউ বিছানায় শুয়ে ছিলেন। ঘটনার আকস্মিকতায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে তাঁরা বাড়ি ছেড়ে পালাতে থাকে।
গ্রাম জুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে জানা যায়, খনিতে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর জেরে বড় বড় পাথর গিয়ে পড়েছে গ্রামের একাধিক বাড়িতে। এই ঘটনায় গ্রামবাসীরা ব্যাপক উত্তেজিত হয়ে পড়েন। নি এলাকায় গিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পার ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভয়ে খনি ছেড়ে পালিয়ে যান আধিকারিক ও কর্মীরা। এই এলাকাটি ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার মধ্যে পড়ে। যথেষ্ঠ নিরাপত্তা নিয়ে কেন ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হল না, সেই প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের খরচ দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে।