গোরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই ইতিমধ্যে তাঁকে (Bikash Mishra)গ্রেফতার করেছিল। তাঁর (Bikash Mishra) দাদা কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত। এবার এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল বিকাশ মিশ্রের (Bikash Mishra) বিরুদ্ধে। কালীকাল থানায় পুলিশ পকসো মামলায় বিকাশ মিশ্রকে (Bikash Mishra) গ্রেফতার করেছে।
কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ। কয়লা পাচার মামলায় নাম জড়ায় বিকাশের। পরে গোরু পাচার মামলায় বিকাশের নাম জড়ায়। সিবিআই বিকাশকে গ্রেফতারও করে। পরে বিকাশ জামিনে মুক্ত হলেও প্রতি সপ্তাহে তাঁকে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হয়। এই পরিস্থিতিতে বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশ মিশ্র নির্যাতিতাকে খুনের হুমকি দিয়েছে বলেও অভিযোগ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিকাশ মিশ্রের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ করেছন বিনয় মিশ্রের স্ত্রী। সম্পর্কে তিনি বিকাশ মিশ্রের বৌদি। ইতিমধ্যে বিকাশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রহস্যের দানা বেঁধেছে। ধৃতকে এতদিন আলিপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়লা পাচারে অন্যতম প্রধান অভিযুক্ত বিনয় মিশ্র। বিনয় মিশ্রের কাছে সিবিআই পৌছানের আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। বিদেশে আশ্রয় নেন। তিনি ইতিমধ্যে বিদেশের নাগরিকত্ব পেয়েছেন। সিবিআই বিনয় মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যে লুকআইট নোটিশ জারি করেছে। এবার বিনয়ের ভাই বিকাশ মিশ্র নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার করেছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, নাবালিকার পরিবারের পরিবর্তে কেন বিনয় মিশ্রের স্ত্রী অভিযোগ দায়ের করল। ইতিমধ্যে এই বিষয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে।