কলকাতায় ফের অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা। যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের (Fire Breaks out) ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৯টা ইঞ্জিন উপস্থিত হয়েছে। রাত ১২টা পর্যন্ত আগুন (Fire Breaks out) নিয়ন্ত্রণে আসেনি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ধরে গিয়েছে (Fire Breaks out)। আতঙ্কে রাস্তায় এসে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়েছেন। শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল।
আগুন যে গোডাউনে রয়েছে, তার সঙ্গে লাগোয়া একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে গোডাউনের দেওয়ালে ফাটল ধরেছে। আগ্নিকাণ্ডের জেরে প্রখর তাপে প্রতিবেশীর বাড়ির একটি জানলার প্লাস্টিক গলে গিয়েছিল। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়েছেন। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গোডাউনের ঠিক পাশেই একটি গ্যারেজ রয়েছে। গ্যারেজের মালিক এদিন সাংবাদিকদের বলেন, “আমরা খবর পেয়েছি পৌনে দশটা নাগাদ। আমি গাড়ি ঢোকাতে গিয়ে দেখি আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকল ডাকা হয়। বুঝতে পারছি না কখন আগুন নিভবে।” জানা গিয়েছে, প্রথমে প্রতিবেশীরা একটা পোড়া গন্ধ পান। তারপরেই তাঁরা দেখতে পান গোডাউনে আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই গোডাউনে বাঁশ-কাঠ-কাপড় মজুত থাকত। মুলত প্যান্ডেল করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেই সকল সামগ্রী মজুত থাকত এই গোডাউনে। ফলত, আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে।
রবিবার সন্ধের সময় মেডিক্যাল কলেজের দোতলায় আগুন লাগে।প্রবল ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়। মেন বিল্ডিংয়ের দোতলায় কার্ডিওলজি বিভাগের কাছে একটা শৌচাগারে আগুন লাগে বলে জানা যায়। ঘটনার খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয়নি। কোনও ওয়ার্ডেই আগুন ছড়িয়ে পড়েনি বলে জানা গিয়েছে। তবে রোগীদের মধ্যে ও রোগীর পরিজনদের মধ্য়ে এনিয়ে আতঙ্ক ছড়ায়।