মোদীকে হটাতে গেলে মমতা ছাড়া গতি নেই। ইন্ডিয়া জোটকে এমন বার্তা দিলেন তৃণমূলের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এমভিএ-র ভরাডুবির প্রেক্ষিতে কল্যান বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, মোদীকে সরাতে মমতার বিকল্প নেই।
এদিন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদীকে হারাতে হলে দেশব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান বিরোধী নেত্রী বা মোদীবিরোধী প্রধান মুখ হিসাবে তুলে ধরতে হবে। এবং এক্ষেত্রে কোনও রাজনৈতিক দল যদি নিজেদের ‘ইগো’ নিয়ে বসে থাকে, তাহলে আদতে কাজের কাজ কিছুই হবে না। রবিবার শ্রীরামপুরে কল্যান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া একটি রক্তদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, , সম্প্রতি হরিয়ানায় কংগ্রেসের ফল ভালো হয়নি। মহারাষ্ট্রেও তারা সফল হতে পারেনি। এই রাজনৈতিক ব্যর্থতাগুলি স্বীকার করে নিতে হবে। এবং তারপর সকলে মিলে একত্রে মোদী তথা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।
রবিবার স্পষ্ট করে তৃণমূল সাংসদ বলেন, বিরোধী জোট বা INDIA শিবির যে জাতীয়স্তরে বারবার গেরুয়া বাহিনীর কাছে পরাজিত হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এই প্রেক্ষাপট বদলাতে গেলে জাতীয় নেতৃত্বেও বদল আনতে হবে। তিনি মনে করছেন, সারা ভারতে লড়াকু নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিচিত। তিনি মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, সেটাও কারও অজানা নয়। মোদীকে পরাস্ত করতে মমতার এই ইমেজকেই যে ঠিক মতো ব্যবহার করতে হবে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট কিছু ভালো ফল করলেও মোদীর বিরোধী মুখ হিসেবে কাউকে তুলে ধরতে পারেনি। যদিও সুচারুভাবে কংগ্রেস মোদী বিরোধী হিসেবে রাহুল গান্ধীর মুখই স্পষ্ট করতে চেয়েছিল। কিন্তু কংগ্রেসের এই পদক্ষেপে প্রথম থেকে তৃণমূলের আপত্তি ছিল। একথা তৃণমূল ইন্ডিয়া জোটের বৈঠকে স্পষ্ট করে দিয়েছিলেন। অন্যদিকে, তৃণমূলের তরফে বার বার মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।