কয়েকশো কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid)। প্রয়াগের ডিরেক্টর অভীক বাগচীর নিউ আলিপুরের বাড়িতে তল্লাশি চালানো হয় (ED Raid)। ডিরেক্টর ঘনিষ্ঠ বাসুদেব বাগচী নামে আরও এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে (ED Raid)। জোকার একটি রিসর্টে তল্লাশি চালানো হয়েছে (ED Raid) ।
মঙ্গলবার সকাল থেকেই তৎপর ইডি আধিকারিকরা। শহরের একাধিক জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেছে। নিউ আলিপুরের সাহাপুর কলোনির একটি আবাসনে থাকেন প্রয়াগের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। জানা গিয়েছে, ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা বেশ কিছু নথি উদ্ধার করেছে। ফ্ল্যাটের পাশাপাশি একটি রিসর্টে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এছাড়াও জোকায় ডায়মন্ড হারবার রোডের পাশে একটি ঠিকানায় এদিন ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে।
২০১৭ সালের ১৫ মার্চ প্রয়াগ গোষ্ঠীর কর্ণধার বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীক বাগচীকে গ্রেফতার করে সিবিআই। তাদের বিরুদ্ধে আমানতকারীদের মোটা টাকা তছরূপের অভিযোগ রয়েছে। সেই ঘটনার তদন্তে ফের সক্রিয় হল ইডি। ইডির হাতে কী তথ্য উঠে এসেছে, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। বাসুদেব বাগচী ও অভীক বাগচী এখন জেলে। এই পরিস্থিতি তাঁর বিরুদ্ধে আমানতকারীদের টাকা তছরূপের অভিযোগ আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।