পুলিশ ইতিমধ্যে আর্থিক প্রতারণার দায়ে বিজেপি (BJP) নেতা নবারুণ নায়েককে গ্রেফতার করেছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই ধৃত নেতাকে পদ থেকে সরালো গেরুয়া শিবির (BJP)। তিনি বিজেপির (BJP) রাজ্য সম্পাদক পদে ছিলেন বলে জানা গিয়েছে। বিজেপির (BJP) তরফে জানানো হয়েছে, নবারুণ নায়েকের বিরুদ্ধে গত কয়েকদিনে অনেকগুলি অভিযোগ এসেছে। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি (BJP) সুকান্ত মজুমদারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
বিজেপি নেতা নবারুন নায়েকের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণা করেছেন। পূর্ব মেদিনীপুরের তমলুক থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ আসামে ৪০ কোটি টাকার কম্বল সরবারহের নাম করে এক কোটি ৪০ লক্ষ টাকা কমিশন নিয়েছিলেন। যদিও নবারুন নায়েক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মঙ্গলবার তমলুক থানার পুলিশ বিজেপি নেতা নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী অনুশ্রী নায়েককে গ্রেফতার করে। বুধবার দুজনকে তমলুক আদালতে তোলা হয়। আদালত বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে ছয়দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
বিজেপি নেতাকে গ্রেফতার নিয়ে সরব হয়েছে তৃণমূল। যুব তৃণমূলের রাজ্য সভাপতি পার্থসারতি মাইতি বলেন, বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত। তবে গ্রেফতারের একদিন পরেই গেরুয়া শিবির নবারুন নায়েককে তাঁর পদ থেকে সরান। বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দুর্নীতিদের কোনওভাবেই দল বরদাস্ত করবে না। সেই কারণেই পদ থেকে সরানো হল নবারুন নায়েককে।