কেরলের ওয়ানাড় থেকে জয়ী হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তিনি আজ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। তাঁর মা সোনিয়া গান্ধী এবং ভাই রাহুল গান্ধীও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
मैं प्रियंका गांधी वाड्रा…
जो लोक सभा की सदस्य निर्वाचित हुई हूं, सत्यनिष्ठा से प्रतिज्ञान करती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी।
मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूं, उसके… pic.twitter.com/3iN7PHwuIq
— Congress (@INCIndia) November 28, 2024
এই মুহূর্তে তাঁর পুত্র-কন্যা রায়হান বঢরা এবং মিরায়া বঢরাও উপস্থিত ছিলেন। মা ও রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর শপথগ্রহণের আগে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি খুব খুশি।’
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নাম ডাকতেই তিনি হাতে সংবিধানের বই নিয়ে পৌঁছন এবং শপথ গ্রহণ করেন। কেরলের ওয়ানাড় লোকসভা আসনে ৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। আজ থেকে সংসদে গান্ধী পরিবারের তিনজনকে দেখা যাবে।
#WATCH | Delhi | Raihan Vadra and Miraya Vadra, the son and daughter of Congress leader Priyanka Gandhi Vadra and Robert Vadra, arrive in Parliament pic.twitter.com/VZeY5DDxPl
— ANI (@ANI) November 28, 2024
এর আগে বুধবার প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) কাছে জয়ের শংসাপত্র নিয়ে এসেছিলেন কেরলের কংগ্রেস নেতারা। প্রিয়াঙ্কা গান্ধী ৬,২২,৩৩৮ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী সত্যম মোকেরি। তিনি পেয়েছেন ২,১১,৪০৭ ভোট। তৃতীয় স্থানে ছিল বিজেপি। বিজেপি প্রার্থী নব্যা হরিদাস পেয়েছেন ৭,৯৯৯৩৯ ভোট।