ভারত ভ্রমণে বেরিয়ে জার্মানির এক পর্যটকের হাওড়ায় (Howrah) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জাহাজে করে গঙ্গা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ৯১ বছরের জার্মানির এক নাগরিক (Howrah)। জন রিচার্ড কার্ল ম্যাফ নামে ওই পর্যটক হঠাৎ করে অসুস্থ করে পড়েন (Howrah)। সেই সময় জাহাজটি বি গার্ডেনে গঙ্গার ঘাটে নোঙর করা হয়েছিল (Howrah)। সেই সময় পর্যটক দলের বাকি সদস্যরা আন্দুল রোডের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Howrah)। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিদেশি পর্যটকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে ছুটে যায় বি গার্ডেন থানার পুলিশ। জার্মান পর্যটকের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ এক আধিকারিক বলেন, বিদেশি পর্যটকের অস্বাভাবিক মৃত্যুতে জার্মান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। দূতাবাসের তরফেই জার্মানে ওই পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই পর্যটকের।
পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগেই পর্যটকদের দলটি ভারতে আসেন। তাঁরা ঘুরতে কলকাতায় আসে। ওই দলে ২৪ জন জার্মানির নাগরিক ও ১৪ জন আমেরিকার নাগরিক রয়েছেন। গঙ্গাবিহার নামে একটি ক্রুজে তাঁরা গঙ্গা ভ্রমণে বেরিয়েছিলেন। বুধবার দিন ওই ক্রুজে করেই তাঁদের বিগার্ডেন থেকে বারাণসীতে যাওয়ার কথা ছিল। বারাণসীতে যাওয়ার আগে বিগার্ডেনের ঘাটে ক্রুজটি নোঙর করা ছিল। মঙ্গলবার রাতে সেই ক্রুজেই অসুস্থ হয়ে পড়েন ৯১ বছরের জার্মানির নাগরিক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।