Bangladeshi Arrested: গুজরাটের পর এবার বাংলা! নাম ভাঁড়িয়ে কলকাতার হোটেলে কাজ অবৈধ বাংলাদেশি শরণার্থীর

এবার পার্কস্ট্রীট থেকে গ্রেফতার হল বাংলাদেশের নাগরিক (Bangladeshi arrested)। কলকাতার অভিজাত মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার (Bangladeshi arrested) করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।  বাংলাদেশী ওই নাগরিকের(Bangladeshi arrested)   বিরুদ্ধে অভিযোগ, নাম ভাঁড়িয়ে হোটেলে কাজ করছিলেন বাংলাদেশের নাগরিক (Bangladeshi arrested) । তাঁর কাছে একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে।

 

পার্কস্ট্রিট থানার সূত্রে জানা গিয়েছে, মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকছিলেন, নাম ভাঁড়িয়ে কাজ করছিলেন বলে খবর আসে। এরপরেই পার্কস্ট্রিট থানার পুলিশ ওই হোটেলে অভিযান চালায়।  সেলিম মাতুব্বর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানার পুলিশ। থানায় আনার পর ধৃত ব্যক্তির পরিচয় পত্র যাচাই করে পুলিশ। পুলিশ বুঝতে পারে, সমস্ত নথি জাল। ওই ব্যক্তির কাছ থেকে রবি শর্মা নামের একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া গিয়েছে।

পুলিশি জেরায় ধৃত জানিয়েছে,  বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা  তিনি।  ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি। তারপর মিথ্য তথ্য পেশ করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন তিনি। বাংলাদেশ থেকে ভারতে আসার পর সে নতুন নাম নেয় রবি শর্মা। হোটেলের রেজিস্টারে তিনি নিজেকে রাজস্থানের জয়পুরের বাসিন্দা বলে উল্লেখ করেছেন।  পুলিশ সূত্রের খবর,  গত ২৬ নভেম্বর মধ্য কলকাতার ওই গেস্ট হাউজ থেকে তিনি চলে যান। ওই ব্যক্তি যখন নিজের জিনিস আনতে আসার সময় তাঁকে পার্কস্ট্রীট থানার পুলিশ গ্রেফতার করে।

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো নাম নিয়ে জাল ভারতীয় নথি বানায় অভিযুক্ত সেলিম মাতুব্বর। তবে ভারতে অনুপ্রবেশের পিছনে তার অন্য কোনও উদ্দেশ ছিল কি না তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

অন্যদিকে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। যার জেরে উত্তাল বাংলাদেশ। বার বার বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের ওপর অত্যাচারের বিরোধিতা করে বিক্ষোভ দেখান। অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।