সৌভিক সরকার, কল্যাণীঃ ইট দিয়ে মাথা থেতলে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৯ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার কল্যাণী থানার যোগেন্দ্রনাথ কলোনীর কাছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁর জামাইয়ের ব্যবসার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় অনুকূল মোড়ের কাছ থেকে বাইকে করে আসা দুষ্কৃতীরা তার পিছু নেয়। এরপর তার হাতে থাকা টাকা ব্যাগ ধরে টানাটানি করতে থাকে। না দিতে চাইলে তাকে গুলি করার চেষ্টা করে বলে অভিযোগ।এরপর ইট দিয়ে মাথা থেতলে দেওয়া পর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জখম আজিজুল ইসলামের আত্মীয় মোশারেফ হোসেন বলেন, তিনি মুরগির কারবার করেন। এদিন দুপুরে শ্বশুরমশাই উত্তর চাপাতলা বাড়ি থেকে ৯ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি বাইকে করে তিন দুষ্কৃতী তার পিছু নেয়। ধাওয়া করে অনুকূল মোড়ের কাছে এসে তার হাতে থাকা ব্যাগ টানাটানি করে। দিতে অস্বীকার করলে এক রাউন্ড গুলি করে হয় বলে অভিযোগ। যদিও গুলিটি তার লাগেনি এরপর দুষ্কৃতীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
তিনি বলেন, এ ব্যাপারে কল্যাণী থানায় সমস্ত ঘটনা জানানো হয়।খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত ব্যাক্তিকে কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।