Belgharia: নিজের আগেই আগুন দিয়েছিলেন তরুণী! পুলিশের তদন্তে সামনে উঠে এল বিস্ফোরক তথ্য

তরুণীর চিৎকারে (Bengharia) আশেপাশের মানুষ জড়ো হয়ে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, এক তরুণীর (Bengharia) শরীরের ওপরের অংশ জ্বলছে। সেই অগ্নিদগ্ধ অবস্থাতেই তরুণী (Bengharia) জানান, তাঁর স্বামী ও বন্ধুরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় (Bengharia) । স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কলকাতা পুলিশের কাছে। (Bengharia) পুলিশ তদন্তে জানতে পেরেছে,  তরুণী নিজেই রাস্তায় হাঁটার সময়ে গায়ে আগুন দেন।

কেন তরুণী তাঁর স্বামী ও বন্ধুদের নাম উল্লেখ করেছিলেন, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। খড়দহের বাসিন্দা সঙ্গীতা সরকারকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সঙ্গীতা সরকারের শারীরিক অবস্থা স্থিতিশীল।  ব্যারাকপুর সিটি পুলিশের উপ-নগরপাল (দক্ষিণ) অনুপম সিংহ বলেন, ‘‘প্রথমে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও, পরে জানা গিয়েছে, তরুণী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

তদন্তকারীরা জানিয়েছেন, স্বামী নিলয়ের সঙ্গে সম্পর্ক ভাল নয় রিনার। এর আগেও কখনও গলায় ফাঁস দিয়ে, কখনও গায়ে অ্যাসিড ঢেলে, কখনও আবার খড়দহ স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণী। পুলিশ তদন্তকারী আধিকারিকেরা জানান, বেলঘড়িয়া সঙ্গীতা তাঁর এক বান্ধবীর বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় আর্যনগর অনুপমা রোডে ফাঁকা রাস্তায় এক তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তরুণীকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দেখতে পান। সেই সময় তরুণী অগ্নিদগ্ধ অবস্থায় জানান, তাঁর স্বামী ও  তাঁর বন্ধুরা এই কাণ্ড ঘটিয়েছে। সেই সময় স্থানীয়রা বস্তা চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

শুধু স্থানীয় বাসিন্দাদের নয় সঙ্গীতা পুলিশের কাছে একই বিবৃতি দেন। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন,  নিলয় ও তাঁর এক বন্ধু মোটরবাইকে চেপে এসেছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা রিনার গায়ে কেরোসিনে ভেজানো কাপড় ছুড়ে দেন। তার পরে জ্বলন্ত দেশলাই কাঠি ছুড়ে দিয়ে বাইক নিয়ে চম্পট দেন।