এবার হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out)। রবিবার দুপুরে হাওড়া ব্রিজের ফুলের বাজারের কয়েকটা দোকানে আগুন (Fire breaks Out) লাগে। দুপুর ১২টা নাগাদ ফুলের বাজারের আগুন (Fire breaks Out) লাগে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন (Fire breaks Out) উপস্থিত হয়। দেড়টা নাগাদ আগুন (Fire breaks Out) নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কেন এই আগুন লেগে লেগেছিল, তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে, ফুলের বাজারের কাছে হোর্ডিং লাগানোর কাজ চলছিল। ঝালাই করার সময় আগুনের ফুলকি পড়ে আগুন ধরে যায় দোকানে। তবে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।
তবে গত কয়েকদিনে কলকাতা শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লালবাজার সূত্রে খবর, গত ১৫ দিনে কলকাতা পুলিশ এলাকায় নথিভুক্ত অগ্নিকাণ্ডের সংখ্যা ২৫টি। গত রবিবার ভোরে উল্টোডাঙা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, নভেম্বরের মাঝামাঝি সময়ে লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।, লর্ডসের মোড়ের পিছনের দিকে একটা বাজার রয়েছে। সেখানে থেকেই আগুন লেগেছে। এখন আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে। আগুনের শিখা এতটাই প্রবল যে উৎসস্থল পর্যন্ত এখনও পর্যন্ত পৌঁছতেই পারেননি দমকলকর্মীরা। বাজারের পাশেই রয়েছে ঝুপড়ি। সেই ঝুপড়ি অত্যন্ত ঘিঞ্জি। দ্রুত সেই আগুন সেই ঝুপড়িতে ছড়িয়ে পড়েছে। আশেপাশে একাধিক দোকান রয়েছে। সেই দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়া আশঙ্ক দেখা দেয়। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন উপস্থিত হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেক্ষেত্রে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গত রবিবার রাতে যাদবপুরের বিজয়গড়ে একটি গোডাউনে রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের নটা ইঞ্জিন উপস্থিত হয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কে রাস্তায় এসে দাঁড়ান স্থানীয় বাসিন্দারা। রবিবার শুধু বিজয়গড় নয়, একই সঙ্গে মেডিক্যাল কলেজের এমসিএইচ বিন্ডিংয়ের আইসিসিইউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল