২০২৬ ফুটবল বিশ্বকাপ (Football WC) আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরপর ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। আর এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে, সেটা প্রায় নিশ্চিত।
সম্প্রতি সৌদি আরবের বিশ্বকাপ (Football WC) আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যুর কারণে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে ৫ নম্বরের মধ্যে ৪.২ দিয়েছে ফিফা, যা ইতিহাসে সর্বোচ্চ। আর সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাজজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।
এই বিষয়ে ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপে(Football WC) মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’ মানের। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার দাবি, দীর্ঘ সংস্কারের জন্য বিশ্বকাপ নিয়ামক হিসেবে কাজ করতে পারে। যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল, তারা ফিফার এমন মূল্যায়নের সমালোচনা করেছে।
২০৩৪ বিশ্বকাপের আগে ২০৩০ আসর বসবে তিনটি মহাদেশে। এই বিশ্বকাপ আয়োজনের জন্য ন্যূনতম যে যোগ্যতা, তা আয়োজক দেশগুলো পূরণ করলেও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে জানিয়েছে ফিফা।
ফিফার বিবৃতি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ (Football WC) আয়োজনের জন্য বিড করেছে যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষী এই বিশ্বকাপের শুরুর ৩ ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হওয়ার কথা রয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজক স্বত্ব ঘোষণা করবে ১১ ডিসেম্বর।