কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই নিয়ে তর্কবিতর্ক, শলা পরামর্শ এখনও চলছে। তবে, ভেতরে ভেতরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর (Maharashtra Cabinet) নাম চূড়ান্ত হয়ে থাকলেও এখনও পর্যন্ত তা সামনে আসেনি। কিন্তু, শপথ গ্রহণ অনুষ্ঠান ৫ ডিসেম্বর, তা নির্ধারিত হয়ে আছে। সুত্রের খবর, দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং অজিত পাওয়ার ও একনাথ শিন্ডে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে, এনসিপির অজিত পাওয়ার এবং ছগন ভুজবলের নাম, যাঁদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের নাম নিয়ে আলোচনা চলছে।
সূত্রের খবর, মহাযুতির এই দ্বিতীয় সরকারে (Maharashtra Cabinet) অজিত পাওয়ার গোষ্ঠীর ১০ বা ১১ জন নেতা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এদের মধ্যে রয়েছেন ছগন ভুজবল ও ধনঞ্জয় মুণ্ডের মতো নেতারা।
NCP-এর সম্ভাব্য মন্ত্রীদের নাম
অজিত পাওয়ার
অদিতি তাতকরে
ছাগন ভুজবল
তথ্য পূরণ
ধনঞ্জয় মুন্ডে
অনিল ভাইদাস পাতিল
নরহরি ঝিরওয়াল
সঞ্জয় বানসোডে
ইন্দ্রনীল নায়েক
সংগ্রাম জগতাপ
সুনীল শেলকে
অর্থ মন্ত্রকও অজিত গোষ্ঠীর কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে
সূত্রের খবর, উপ-মুখ্যমন্ত্রীর পদের পাশাপাশি (Maharashtra Cabinet) অর্থমন্ত্রকের দায়িত্বও পেতে পারেন অজিত পাওয়ার। যদিও নগরোন্নয়ন এবং গণপূর্ত বিভাগের মতো বড় বড় মন্ত্রকগুলি শিবসেনা একনাথ শিন্ডে গোষ্ঠীর কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।