বার বার বিতর্কিত মন্তব্যের জের (Humayun Kabir)। শোকজ করা হয়েছিল তাঁকে (Humayun Kabir)। এমনকী তাঁর নিরাপত্তা কাটছাঁট করা হয়েছিল (Humayun Kabir)। এমনকী বিধানসভায় সকলের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেতে হয়েছিল। এবার মুখ খুললেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এতদিন ধরে প্রকাশ্যে যা বলেছেন, তার জন্য ক্ষমা চাইলেন। পাশাপাশি তিনি (Humayun Kabir) মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে কোনওদিন কোনও মন্তব্য তিনি করেননি।
সম্প্রতি, হুমায়ুন কবির দাবি তুলেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তারপর তিনি একাধিক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। যা দলের অভ্যন্তরে বহু প্রশ্ন তুলে দেয়। তৃণমূলের কর্মসমিতির বৈঠকের পরেও একাধিক মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেন, দলের অভ্যন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা করার পরিকল্পনা করা হচ্ছে। এরপরেই হুমায়ুন কবীরকে শোকজ নোটিশ পাঠায় দল। পাশাপাশি তাঁর নিরাপত্তার কাটছাঁট করা হয়।
গতকালই বিধানসভায় তৃণমূলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝিয়ে দেন, দলের একমাত্র সুপ্রিমো তিনি। তিনি বলেন, দল তিনি ও সুব্রত বক্সি দেখবেন। এরপরেই হুমায়ুন কবীর মন্তব্য করেন। তিনি বলেন, বলেন, “মুখ্যমন্ত্রী সুন্দরভাবে গাইড করেছেন। সবাইকে একই পরিবারের সদস্য বলেছেন। এটা ভাল লাগছে।”
এর আগে দাপটের সঙ্গে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর মন্তব্য করেছেন। কিন্তু তিনি অনেকটাই নরম সুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, “মমতা আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম, সেটা ভুল হয়েছে। আমার এই নিয়ে বাইরে কথা বলা উচিৎ হয়নি। তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি।” তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এমন কোনও মন্তব্য করা যাবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। একই সঙ্গে হুমায়ূন জানিয়েছেন, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে তাঁদের জন্য। গ্রুপটি অরূপ বিশ্বাস দেখছেন। ওই গ্রুপে যাবতীয় কথা বলা যাবে।