বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশ (Bangladesh) থেকে ইতিমধ্যে ভারতীয়রা দেশে ফিরতে শুরু করেছেন। চোখে-মুখে আতঙ্কের (Bangladesh) ছাপ স্পষ্ট। তাঁদের অভিজ্ঞতার (Bangladesh) কথা শুনতে গিয়ে শিউরে উঠতে হবে সাধারণ মানুষকে। বনগাঁর হরিদাসপুরের সুনীতি মেধা সেই কাহিনী শোনালেন (Bangladesh) । ১০ দিন আগেই তিনি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন (Bangladesh)।
কেমন ছিল বাংলাদেশে থাকার অভিজ্ঞতা? সাংবাদিকদের করা এই প্রশ্নে কার্যত কেঁপে উঠলেন হরিদাসপুরের সুনীতি মেধা। “উরি বাবা, সে বলা যাবে না। বিশাল হামলা চলছে ওখানে। ভাল ভাল বউকে মেয়েকে ওরা তুলে নিতে চায়। জামাতের দল আর খালাদের দল। মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে মেয়ে তুলে নিয়ে যাচ্ছে। ঘরে আগুন দিচ্ছে। জমি জমা দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে।” তিনি বলেন, “একদিন আমাকে এসে সেখানকার এক মুসলিম বলল, তোমাদের রাজা ভারতে চলে গিয়েছে, তোমরা আস্তে আস্তে দু-তিন মাসের মধ্যে ভারতে চলে যাও, তোমরা নমঃশূদ্ররা ভারতে চলে যাও, নাহলে তোমাদের একটাকেও আস্ত রাখব না।”
পাশাপাশি তিনি বলেন, “দিনটা যাও করে কাটছে, রাত হলেও ওখানকার মানুষের প্রাণটা ধুকধুক করছে। ছেলেদের ধরে নিয়ে মারছে। আমাদের ভারতে যদি মুসলিমরা আসে চিকিৎসা করাতে, তাহলে আমি বলব ঘেঁটি ধরে বার করে দেওয়া উচিত। চাল গম, তেল কিচ্ছু পাঠানো যাবে না। আমাদের গুরুদেবকে এমন করছে…. এটুকুও প্রসাদ দিচ্ছে না। সে বড় কষ্টে বাঁচছে।”
অন্যদিকে, বাংলাদেশে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মঙ্গলবার জামিনের শুনানি ছিল। কিন্তু আগের দিন রাতেই মানে সোমবার রাতে তাঁর আইনজীবীকে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কোনও আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে নামতে চাইছেন না। তাঁকে এক মাস জেলে থাকতে হবে বলে জানা গিয়েছে।