কলসেন্টারের দুর্নীতির কিংপিং কুণাল গুপ্তাকে গ্রেফতার করেছে ইডি (ED Raid)। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে (ED Raid)। সেই দুর্নীতির টাকায় তিনি ঘোড়া কিনেছেন বলে অভিযোগ (ED Raid)। ইডি (ED Raid) তাদের তল্লাশি অভিযানে সেই ঘোড়াও বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। দেশের মধ্যে এই প্রথম দুর্নীতির টাকায় কেনা পশু বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির (ED Raid) তরফে জানানো হয়েছে।
কলকাতার বুকে একাধিক ভুয়ো কলসেন্টারের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ কুণাল গুপ্তার বিরুদ্ধে রয়েছে। এই প্রতারণার জাল বিছিয়েছে বিদেশেও। আগেই ইডি তদন্তে নেমে সেই কুণাল গুপ্তার প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছিল। কুণাল গুপ্তার প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। তার মধ্যে মোট ৫.২৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করেছেন তদন্তকারীরা। দুবাই সহ বিদেশের বিভিন্ন জায়গায় তার বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্তের তালিকায় রয়েছে কোটি টাকার ফ্ল্যাটও। কলসেন্টার-দুনিয়ার বাইরে রেসের মাঠেও পরিচিত মুখ ছিলেন কুণাল গুপ্তা। রেসের মাঠে ৩৭টা ঘোড়া ছিল তাঁর। ইডি-র দাবি, সেই সব ঘোড়া দুর্নীতির টাকায় কেনা। সেই ঘোড়াগুলোকেও ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
তবে ইডির তরফে জানানো হয়েছে, ঘোড়া ইডি নিজেদের হেফাজতে নিচ্ছে না। প্রভিশন্যাল অ্যাটাচমেন্ট হিসেবে এই ঘোড়াগুলোকে যু্ক্ত করা হয়েছে। এই ঘোড়াগুলো যাতে আগের মতো রেসের মাঠে অংশ নেয়, কেয়ারটেকাররা যাতে তার দেখাশোনা করে, সেই বিষয়ে তৎপরতা দেখানো হয়েছে বলে জানা গিয়েছে। মামলার বিচার শেষে এই ঘোড়াগুলো নিলাম করা হবে বলে জানা গিয়েছে।
কুণাল গুপ্তার ঘোড়াগুলো ভারতের বিভিন্ন সার্কিট হাউসে যেমন কলকাতা, পুনেতে রয়েছে। ইডির তরফে জানানো হয়েছে, ঘোড়াগুলো তাদের নিজেদের জায়গাতেই থাকবে। ঘোড়ার রেস থেকে যে অর্থ পাওয়া যাবে, তার থেকে তাদের দেখাশোনা করা হবে। ইডি সেই অ্যাকাউন্ট মেইনটেইন করবে। আগে ঘোড়াগুলো জিতলে যে টাকা জমা পড়ত, এখনও সেখানেই টাকা জমা পড়বে। তবে সেই অ্যাকাউন্টের অ্যাকসেস কুণাল গুপ্তা করতে পারবে না। সেই অ্যাকাউন্টের অ্যাকসেস করবে ইডি।