Bankura: হাসপাতালে বড় ধরনের দুর্নীতির অভিযোগ! তালা মারল খোদ স্বাস্থ্য দফতর

হাসপাতালে বড়সড় গড়মিল (Bankura)। তদন্তে নেমে বাঁকুড়ার (Bankura) সুপার স্পেশালিটি হাসপাতালে হিসাবের বড় গড়মিলের হদিশ পেল রাজ্যের স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। যার জেরে হাসপাতালের (Bankura) রেকর্ডরুম সিল করে দেওয়া হয়েছে। এই বিষয়ে হাসপাতাল (Bankura) কর্তৃপক্ষ কিছু মন্তব্য করতে অস্বীকার করেছে।

বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের  প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করছিলেন বিরোধীরা। এবার তারই প্রমাণ পেল স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। জানা গিয়েছে, ওই হাসপাতালের ওষুধের গড়মিলের ঘটনার তদন্ত করতে নামে স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। বুধবার তদন্তকারী দল হাসপাতালের সমস্ত নথি খতিয়ে দেখে। সূত্রের খবর, সেই নথিতে একাধিক গড়মিল দেখতে পাওয়া গিয়েছে। তারপরেই তদন্তকারী দল হাসপাতালের রেকর্ডরুম সিল করার সিদ্ধান্ত নেয়। তদন্তকারী দলের নির্দেশেই বাঁকুড়ার জেলা স্বাস্থ্য দফতর রেকর্ড রুম সিল করে। তবে কী গড়মিল হয়েছে, এই বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে কোনও তথ্য প্রকাশ করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। বিজেপি বার বার অভিযোগ করেছিল, এই সুপারস্পেশালিটি হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির দীর্ঘদিনের পদাধিকারী অলোক মুখোপাধ্যায় এই ঘটনাকে নিছকই স্বাস্থ্য দফতরের নিজস্ব বিষয় বলে এড়িয়ে গিয়েছেন।

বিভিন্ন হাসপাতালে দুর্নীতির অভিযোগ বার বার উঠেছে। আরজি করে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। অভিযোগ তুলেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। সিবিআই সেই অভিযোগের তদন্ত শুরু করেছিলেন। ঘটনায় ইতিমধ্যে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। এছাড়াও আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। আশিষ পাণ্ডে নামের এক হাউস স্টাফকে গ্রেফতার করে। আরজি করের দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগ পাওয়া যায়।