TMC MP: জেলা সংগঠনের পদ থেকে সরানো হোক মহুয়া মৈত্রকে! তৃণমূল সুপ্রিমোকে চিঠি ছয় বিধায়কের

জেলা সংগঠনের পদ থেকে মহুয়া মৈত্রকে (TMC MP) সরাতে চান তাঁরা। এবার জেলা সংগঠনের পদ থেকে মহুয়া মৈত্রকে (TMC MP) সরানোর দাবি জানিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের ছয় বিধায়ক চিঠি দিলেন। নতুন করে নদীয়ায় (TMC MP) তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেতে শুরু করেছে।

জেলা সংগঠনে রদবদল করার পরিকল্পনা করচেন তৃণমূলের নেতৃত্ব। এই বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এই বিষয়ে তিনি একটি তালিকাও প্রস্তুত করেছিলেন বলে জানা যায়। তা তিনি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির কাছেও পাঠিয়েছিলেন। যদিও সেই বিষয়ে এখনও কোনও মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি।  তবে এই আবহে জেলার বিধায়করা দলের সাংসদকে সরাতে মরিয়া হয়ে উঠেছেন। এই প্রসঙ্গে ছয় বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বলেও জানা গিয়েছে। বর্তমানে সংসদে শীতকালীন অধিবেশন চলছে। সেই পরিস্থিতিতে সাংসদ মহুয়া মৈত্র কিছুটা ব্যস্ত। সেই ফাঁকে সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন তাঁর বিধায়রকরা।

এক্ষেত্রে দলের বিধায়করা অভিযোগ করেছেন, বেশিরভাগ সময় দিল্লিতেই কাটান সাংসদ। তাঁকে দলের কাজে বিশেষ দেখতে পাওয়া যায় না। ছয় বিধায়কের বক্তব্য, প্রত্যেক বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ে তুলছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না। দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় কম সময় দেন। মহুয়ার পরিবর্তে অন্য কাউকে সভাপতি করা হোক।  এই চিঠির প্রতিলিপি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

তবে জানা গিয়েছে, এই বিধায়কদের সঙ্গে মহুয়া মৈত্রের বিরোধ দীর্ঘদিনের। ইতিমধ্যে এই চিঠির খবর দিল্লিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কাছে পৌঁছেছে। তবে তিনি এই চিঠিকে এখনই আমল দিতে রাজি নন। তাঁর সঙ্গে অন্যান্য সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তবে পাল্টা তিনি অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনের সময় দলের এই বিধায়কদের কাছ থেকে তিনি কোনওরকম সাহায্য পান না।