শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। (Bangladesh) পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি, মন্দির ভাঙচুর করা হচ্ছে। ভারতের জাতীয় পতাকার তীব্র অপমান করা হচ্ছে (Bangladesh)। এই পরিস্থিতিতে (Bangladesh) তীব্র প্রতিক্রিয়া দেখালেন ভারতীয় মুসলিমরা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে সরাসরি তাঁরা ইউনুস সরকারকে (Bangladesh) চিঠি পাঠালেন বলে জানা গিয়েছে। সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করত ইউনুস সরকারে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানালো হল।
‘সিটিজেন্স ফর ফ্র্যাটারনিটি’ নামক ওই নাগরিক গোষ্ঠীর তরফে বাংলাদেশের ইউনুস সরকারকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে লেখা রয়েছে, “মুসলিম হিসাবে আমরা এই ধরনের ইসলামবিরোধী আচরণ দেখে ব্যথিত ও হতাশ। এই আচরণ স্পষ্টতই ইসলামের নীতি এবং নবীর দেখানো পথের বিরোধী। আমরা সত্যিই আশা করি, বাংলাদেশের (বর্তমান অন্তর্বর্তী) সরকার সমস্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ করবে এবং দেশের হিন্দু জনগোষ্ঠীর পাশাপাশি অন্য সংখ্যালঘুদেরও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।”
পাশাপাশি চিঠিতে জানানো হয়েছে, “আমরা দ্ব্যর্থহীন ভাষায় এর নিন্দা করছি। এটি একটি কাপুরুষোচিত আচরণ। যা ইসলামকে অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরছে। যা সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তার গুরুত্বকে ক্ষুণ্ণ করছে। সংখ্যালঘুদের সঙ্গে কীভাবে আচরণ করা হচ্ছে, সেটা (যেকোনও) গণতন্ত্রের কাছেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা।”
অন্যদিকে, শুভেন্দু অধিকারী নতুন করে আর একটি ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পেট্রপোলের পর ফের একটি ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। এবার উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে তিনি অবরোধ কর্মসূচির ডাক দিলেন। এর পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে একাধিক কর্মসূচির ডাক দেন তিনি। কলকাতায় নিযুক্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মহম্মদ আশরাফুল রহমান ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মহম্মদকে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে।
গত সপ্তাহের বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরে গিয়েছেন আশরাফুল রহমান। জানা গিয়েছে, আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই দু’জনকে ঢাকা থেকেই কাজ করতে বলা হয়েছিল। কিন্তু তারপরে বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ মন্ত্রক তাঁদের দুজনকে কলকাতায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁরা শনিবার কলকাতায় ফিরে আসছেন বলে জানা গিয়েছে।