দীর্ঘ ২০ বছর বরানগর(Baranagar) ডানলপ এলাকায় খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্ডারগার্ডেন সেকশনে শিক্ষকতা করেছেন জাসবির কাউর। তবে শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আত্মঘাতী হন তিনি। ভিডিওটি তিনি বিস্ফোরক অভিযোগ করেন বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষাগত যোগ্যতা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয় বছর ৫৮ শিক্ষিকাকে।
শুক্রবার দিদির কথাই সত্যি বলে দাবি করেছেন শিক্ষিকার ভাই জাসবিন্দর সিং। তিনি অভিযোগ করেন নানান ভাবে মানসিক অত্যাচারের শিকার হয়েছিল দিদি। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হলে ফল মেলেনি। মানসিক ভাবে ভেঙে পড়েছিলনে তিনি। শেষমেশ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সামাজিক মাধ্যমে নিজের মানসিক চাপের কথা তুলে ধরে একটি পোস্ট করেন। পরে প্রতিবেশী সেই ভিডিও দেখে ছুটে আসলে শেষ রক্ষা হয়নি। বরানগর(Baranagar) মাতৃমন্দির লেনে নিজের বাড়িতেগলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল শিক্ষিকার দেহ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার দক্ষিণেশ্বর থানায় স্কুলের অধ্যক্ষ সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করে পরিবার। দোষীদের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভাই জাসবিন্দর সিং। পরিবারে পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কোন উত্তর মেলেনি বলে জানা গিয়েছে।