Bengali Singer: শহরে ফের হেনস্তা বাঙালি! হলুদ ট্যাক্সি থেকে নামানো ভূমির সৌমিত্র

হলুদ ট্যাক্সি শহরের বুক থেকে সরে যেতে চলেছে  (Bengali Singer)। কিন্তু এই পরিস্থিতিতে হলুদ ট্যাক্সিদের দৌরাত্ম্য কিছুতেই কমছে না (Bengali Singer)। ১৫ বছরের বেশি পুরোনো হলুদ ট্যাক্সিগুলোকে গ্রীন ট্রাইবুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাস থেকেই।  এই নিয়ে কম বিতর্ক হচ্ছে না। এই পরিস্থিতিতে শহরে অবাঙালি হলুদ ট্যাক্সি চালক হেনস্তা করলেন ভূমি-র সৌমিত্রকে (Bengali Singer)।

সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখলেন সৌমিত্র রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার বড়বাজারের ত্রিপলপট্টির কাছে এক অবাঙালি হলুদ ট্যাক্সিচালক তাঁকে কার্যত হুমকি দিয়ে দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র রায় লিখেছেন, “এক অবাঙলি ট্যাক্সি চালক আমাকে হুমকি দিয়ে হলুদ ট্যাক্সি থেকে নামিয়ে দেয় বড়বাজারের ত্রিপল পট্টি-তে। ব্রাবোন রোডে। সঙ্গে অকথ্য গালিগালাজ। যদিও অন-ডিউটি ট্রাফিক পুলিশ অফিসার ওই ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন আমায় যাদবপুর পৌঁছে দেওয়ার জন্য।”

তিনি বলেন, কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। তারপর তিনি জানান, “কিন্তু আমি চমকে গেলাম যখন ওই অফিসার আমাকে জানালো আমার গাড়ি থেকে নামা উচিত হয়নি, বরং রাস্তায় অন্য কোনও অফিসারকে অভিযোগ জানানো উচিত ছিল। সে বলল, আমি কী করতে পারি?” এই ঘটনা প্রসঙ্গে সৌমিত্র রায় একটি সংবাদমাধ্যমকে জানান, “আমি জিজ্ঞেস করেছিলাম, কেন কী সমস্যা? তুমি আমায় গাড়িতে তুলে এ ভাবে নামিয়ে দিচ্ছ কেন? সমানে বলে গেল, না আমি যাব না। আবার কখনও বলছে যা করার করে নিন। আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি ভুল করছো। আমি তোমায় পয়সা তো দেব। কিছুতেই শুনতে নারাজ। অ্যাগ্রেসিভ ছিল ভীষণ।”

পাশাপাশি তিনি শুধু এই ঘটনার জন্য শহরের সমস্ত ট্যাক্সি চালকদের ওপর দোষ দিতে নারাজ। তিনি জানিয়েছেন, কিছু ট্যাক্সিচালকদের সঙ্গে তাঁর সুখকর অভিজ্ঞতা রয়েছে।