লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তারই উত্তর খুঁজতে মানুষের দুয়ারে যাচ্ছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার(MLA Asit Majumder)। কথা বলছেন সাধারণ মানুষ থেকে স্থানীয়দের সাথে। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ পঞ্চায়েত নলডাঙা এলাকায় আসতে বিধায়কের সামনে এসে উপস্থিত হন লিপিকা চৌধুরী। দুয়ারে বিধায়কে পেয়ে তিনি সরাসরি প্রশ্ন করেন, ৫ বার বার্ধক্য ভাতা জন্য আবেদন করেছেন। নাম তালিকাভুক্ত হলেও এখনও মেলেনি ভাতা। সেই ভাতা মিলবে কবে? লিপিকা দেবীর প্রশ্নের উত্তরে বিধায়ক অসিত মজুমদার জানান ৫ থেকে ৭ দিনের মধ্যেই সেই ভাতা উপভোক্তা পেয়ে যাবেন। বিধায়কের মুখে আশ্বাস পেয়ে অসিত বাবুর গাল ধরে আদর করতে দেখা যায় মহিলাকে।
পরবর্তী সময়ে লিপিকা চৌধুরী বলেন, ‘বিধায়ককে (Asit Majumder)আদর করার উদ্দেশ্য একটাই যাতে বার্ধক্য ভাতা ঢোকে। ৫ থেকে ৬ বার নাম নথিভুক্ত করেছি। তালিকায় নামও এসেছে। তা সত্ত্বেও পাইনি বার্ধক্য ভাতা। তাই আদর ও ভালোবেসে বিধায়ককের সামনে বললাম’।
ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার( Asit Majumder) জানান , ২০২৪ লোকসভা নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়েছি। আর এই কারণ অনুসন্ধান করতে পঞ্চায়েত সদস্য সহ দলীয় নেতৃত্বদের নিয়ে পৌছিয়ে যাচ্ছি মানুষের দরজায়। যদিও অঞ্চলে নিকাশি ও জলের সমস্যা এখনও আছে। অনেক জায়গায় পাম্প বসিয়ে চলছে জল চুরির মতো ঘটনা।পুলিশকে বিষয় গুলি জানান হয়েছে। তবে লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ধারাবাহিক প্রক্রিয়া। সামনে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে সেই সমস্যা মিটে যাবে।