SSKM: হাসাপাতালে তাণ্ডব রোগীর! নার্সকে মারধরের অভিযোগ

এবার রোগীর তাণ্ডবে অস্থির হয়ে উঠল এসএসকেএম (SSKM) হাসপাতাল। জানা গিয়েছে, এক রোগী বেড থেকে উঠে গিয়ে হাসপাতালে (SSKM) তাণ্ডব চালায়। অন্যান্য রোগী ও নার্সদের ওপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এসএসকেএম (SSKM) হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, অভিযুক্ত রোগীর নাম সুজয় ঘোষ। তিনি সোদপুরের বাসিন্দা। কিন্তু তিনি কেন এমন করলেন?

সুজয় ঘোষ একটি বেসরকারি টেলিকম সংস্থার ফিল্ড ম্যানেজার হিসেবে কর্মরত। জানা গিয়েছে, তাঁকে চারদিন আগে এসএসকেএমের গ্যাস্ট্রো এন্টেরোলোজি বিভাগে ভর্তি করা হয়। শনিবার তাকে স্থানান্তরিত করা হয় অ্যানেক্স ওয়ার্ডের পিজি পলিক্লিনিকে স্থানান্তরিত করা হয়। রবিবার তাঁর ছুটি হওয়ার কথা ছিল। এদিনই তিনি তাণ্ডব করেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর রবিবার ছুটি হওয়ার কথা ছিল। তিনি বাড়ি যাওয়ার জন্য ছটফট করতে থাকেন। সেই সময় কর্তব্যরত নার্স জানান, এখন তাঁর ছুটি হবে না। তারপরেও রোগী বাড়ি যাওয়ার জন্য ছটফট করতে থাকেন। তখন তাঁকে ধমক দেন কর্তব্যরত নার্স। এরপরেই সুজয় ঘোষ নামের ওই রোগী মেজাজ হারিয়ে ফেলেন। তিনি তাণ্ডব শুরু করেন বলে জানা গিয়েছে। সুজয় ঘোষের বিরুদ্ধে এক রোগীকে মাটিতে ফেলে লাথি, কিল, ঘুঁষি মারার অভিযোগ উঠেছে।

তার তাণ্ডবে কার্যত শোরগোল পড়ে যায় ওয়ার্ডে। তখন খবর পেয়ে নার্সরা রোগীকে বেঁধে রাখেন। কিন্তু, ওই রোগী বাঁধন খুলে নার্সকে স্যালাইন স্ট্যান্ড দিয়ে মারধর করতে শুরু করেন। তখন অন্যান্য রোগীরা আটকাতে গেলে তাদেরকেউ ওই রোগী মারধর করেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত রোগীকে ইঞ্জেকশন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় এক নার্স গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

রোগীর এক আত্মীয় জানান, খবর পেয়েই তাঁরা হাসপাতালে উপস্থিত হয়েছেন। ঘটনায় তাঁদের রোগীও জখম হয়েছেন। সুজয় ঘোষ নামের রোগীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। কিন্তু হঠাৎ কেন তিনি এই ধরনের আচরণ করলেন, তা পরিবারের কেউ বুঝতে পারছেন না। তাঁরা চাইছেন, হাসপাতালে রেখেই আপাতত চিকিৎসা করানো হোক। এই পরিস্থিতিতে তাঁরা বাড়িতে নিয়ে যাওয়ারও ভরসা পাচ্ছেন না।