ভারতে নতুন করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশে (Bangladesh Border)। পশ্চিমবঙ্গের মাধ্যমে বাংলাদেশ (Bangladesh Border) ভারতে জঙ্গি প্রবেশ করাতে চাইছে। এধরনের সন্দেহ বার বার উঠে আসছে। এই সন্দেহকে জোড়াল করে বিএসফের পর্যবেক্ষণ (Bangladesh Border)। বিএসফের তরফে জানানো হয়েছে, সীমান্ত লাগোয়া (Bangladesh Border) ওপারের বাড়িতে একাধিক অচেনা যুবক ভাড়া নিয়ে থাকতে শুরু করেছে। হঠাৎ করে সীমান্তে (Bangladesh Border) অচেনা যুবকদের বাড়ি ভাড়া নিয়ে থাকার ঘটনায় একাধিক সন্দেহ প্রকাশ করেছে বিএসএফ। কেন্দ্রীয় গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ।
ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের বাতাবরণ তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এই স্লিপার সেলরা মূলত সক্রিয় হয়ে উঠছে বলে বিএসএফ-এর নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর। এমনকী, এ সম্পর্কে স্বরাষ্ট্র-মন্ত্রকেও যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে ইস্টার্ন কমান্ড সূত্রে খবর। অন্যদিকে, জুলাইয়ের বিপ্লবের পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গভীর হয়ে উঠেছে। বাণিজ্যিক সম্পর্কের দোহাই দিয়ে পাকিস্তানের একাধিক জাহাজ চট্টগ্রামের বন্দরে হাজির হয়েছে। সেখানে আদৌ বাণিজ্যিক পণ্য রয়েছে নাকি অন্য কিছু, সেই নিয়ে একাধিক সন্দেহ ভারতীয় গোয়েন্দারা সন্দেহ প্রকাশ করেছে। পাকিস্তানের সেই জাহাজে থাকা কন্টেনারে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কারও বাংলাদেশ অনুপ্রবেশ হচ্ছে কি না সেই বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। যারফলে একাধিক সন্দেহ জাগতে শুরু করেছে।
বিএসএফের তরফে অন্যদিকে জানানো হয়েছে, সীমান্তের ওপার লাগোয়া গ্রামগুলিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করছে একাধিক ব্যক্তি। যাঁরা সেখানকার মানুষের কাছেও অচেনা। আর এই সকল অচেনা ব্যক্তিদের গড় বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে। গোয়েন্দাদের কাছে আসা তথ্য অনুযায়ী, এই সকল অচেনা যুবকদেরই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার আশঙ্কা করা হচ্ছে। কোথাও না কোথাও এই যুবকরাই স্লিপার সেল হিসাবে কাজ করতে পারে।