বাংলাদেশ ইস্যুতে আর পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্তে (Terrorists) থাকতে পারছে না। ওপারের জঙ্গি নেটওযার্ক (Terrorists) এপারে ক্রমেই জাল ছড়িয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবরে জানা গিয়েছে, মে মাসে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (Terrorists) দুই সদস্য বাংলায় এসেছে। এই সাত মাসে কলকাতা সহ বাংলায় কতটা জাল (Terrorists) ছড়িয়েছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কে রাজ্যবাসী। প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে কলকাতা ও পশ্চিমবঙ্গের মানুষ কতটা নিরাপদ?
নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সংগঠনের দুই সদস্য পশ্চিমবঙ্গে এসেছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কিছু তথ্যের ওপর ভিত্তি করে গোয়েন্দারা এই বিষয়ে নিশ্চিত হচ্ছেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে এই বিষয়ে নির্দিষ্ট তথ্য রয়েছ। এই বছর মে মাসের ২৩ তারিখ মালদহের মোহদিপুর সীমান্ত দিয়ে ভারতে আসে দুই যুবক। এই দুই যুবক বৈধ পাসপোর্ট নিয়েই ভারতে প্রবেশ করেন। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর একজনের নাম সাব্বির আমির, অন্যজনের নাম রিদওয়ান মারুফ।
প্রসঙ্গত, হিজবুত তাহিরের সংগঠন বর্তমানে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই নিষিদ্ধ। সারা বিশ্বের ৫৭ টা দেশে হিজবুত তাহিরের অস্তিত্ব রয়েছে। বিভিন্ন সময়ে একাধিক নাশকতার অভিযোগ উঠেছে হিজবুত তাহিরের বিরুদ্ধে। সেই সংগঠনের বাংলাদেশ শাখার দুই সদস্য জুলাই বিপ্লবের আগে মহদিপুর বর্ডার দিয়ে ঢোকে। দুই জনেই বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, ভারতে মালদার সীমান্ত দিয়ে ঢোকে। তারপর মালদার বিভিন্ন এলাকায় ঘোরে। মুর্শিদাবাদের ধুলিয়ানে বৈঠক করেন এই দুই ব্যক্তি। যাঁদের সঙ্গে মুর্শিদাবাদে বৈঠক করেছিলেন তাঁরা সিমির সঙ্গে যুক্ত ছিলেন। র সঙ্গে ইসলামিক চর্চা নিয়েই মূলত আলোচনা হয়। এখান থেকেই কিছুটা সিঁদুরে মেঘ দেখছেন তদন্তকারীরা।