মঙ্গলবার থেকে রাতের শেষ মেট্রোয় (Kolkata Metro) ফেরা যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হবে বলে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছিল। মঙ্গলবারই সুখবর শোনাল মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপতত স্থগিত রাখা হয়েছে (Kolkata Metro) বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাত থেকে শেষ মেট্রোতে ১০ টাকা বর্ধিত ভাড়া নেওয়ার কথা ঘোষণা করেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অতিরিক্ত অর্থ আপাতত নেওয়া হচ্ছে না। তাই যে ভাড়া দিয়ে শেষ মেট্রোতে যাতায়াত করছিলেন যাত্রীরা, সেটাই আপাতত থাকছে। রাতের যাত্রীদের কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দু’দিক থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়া হয়। আগে রাত ১১টার সময় বিশেষ মেট্রো ছাড়া হতো। কিন্তু যাত্রী না হওয়ায় সেটা পিছিয়ে ১০টা ৪০ করা হয়। কিন্তু রাত ১০টা ৪০-এর মেট্রোয় যাত্রী খুব কম হয়। সেই কারণে ওই মেট্রোর যাত্রীদের অতিরিক্ত ১০টা ভাড়া দিতে হবে বলেও ঘোষণা করা হয়েছিল। সেই সিদ্ধান্তই স্থগিত রাখল মেট্রোরেল কর্তৃপক্ষ।
ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার মেরেকেটে আড়াই ঘণ্টা আগে মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হল যে আজ থেকে সেই নিয়ম চালু হচ্ছে না। অর্থাৎ আপাতত দিনের বাকি সময় যে ভাড়া পড়বে, রাতের দুটি স্পেশাল মেট্রোর (নিউ গড়িয়া থেকে দমদম এবং দমদম থেকে নিউ গড়িয়া) টিকিটেও সেটাই খরচ হবে।
তারইমধ্যে চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথমবার ট্রলি ইনস্পেকশন চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের গৌরকিশোর ঘোষ (চিংড়িঘাটা) স্টেশন থেকে আইটি সেন্টার (সল্টলেক সেক্টর ফাইভ) পর্যন্ত প্রথমবার ট্রলি ইনস্পেকশন হয়েছে বলে জানানো হয়েছে।