নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: রাজ্যজুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন।আর সেই লকডাউনের দ্বিতীয় দিনের সাত সকালে রাস্তার ধারে খাল থেকে অজ্ঞাত পরিচয় এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়াল এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝোপের পাশে কচুরিপানায় ভরা খালের মধ্যে সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান।ঘটনার কথা জানাজানি হওয়ার পরই এলাকার কয়েক শতাধিক মানুষ ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে হাজির হয় পটাশপুর থানার পুলিশ।সদ্যজাত শিশুর মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়। সদ্যজাত শিশুটির আনুমানিক বয়স সাত থেকে আট মাস বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পটাশপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, মৃত শিশুর পরিচয় ও মৃত্যুর কারণ এখনও পযর্ন্ত জানা যায়নি। তবে শিশুটির মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উদ্ধার হওয়া শিশুটির পরিচয় জানতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। নিন্মচাপের কারনে খালের জলের স্রোত বেশি থাকায় শিশুর মৃতদেহটি অন্য কোনো এলাকা থেকে এই খালে ভেসে এসেছে না এখানেই কেউ ফেলে দিয়ে গিয়েছে তা খতিয়ে দেখা পটাশপুর থানার পুলিশ।