এবার থেকে সুপ্রিম কোর্টে আরজি করে (RG Kar) নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন করুণা নন্দী। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তনে (RG Kar) সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দীর ওপর ভরসা করছেন নির্যাতিতার পরিবার। আরজি করের (RG Kar) নির্যাতিতার পরিবারের হয়ে সঠিক তথ্য আদালতে বৃন্দা গ্রোভার পরিবেশন করছেন না বলে অভিযোগ ওঠে। তারপরেই বৃন্দা গ্রোভার আরজি করের (RG Kar) মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
শিয়ালদহ আদালতেও আরজি করে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন না বৃন্দা গ্রোভার। এততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ অর্থাৎ চিকিৎসকদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন করুণা নন্দী। তাঁকেই বেছে নিলেন তিলোত্তমার বাবা-মা।
জানা গিয়েছে, আরজি করে নির্যাতিতার বাবা-মা আদালতে বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর বৃন্দা গ্রোভারকে ফোন করে আরজি করের নির্যাতিতার বাবা-মা জানান। তারপরেই এই মামলা থেকে বৃন্দা গ্রোভার সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন অন্য আইনজীবী। সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদহ আদালত, কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে বলে নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন। অন্যদিকে, এই প্রসঙ্গে বৃন্দা গ্রোভারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত তিন মাসে যাবতীয় নিয়ম মেনেই আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।
অন্যদিকে, সিবিআই-এর গোয়েন্দাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ প্রকাশ করছিলেন নির্যাতিতার বাবা-মা। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানান, তদন্তের গতিবিধি নিয়ে প্রতিনিয়ত তিলোত্তমার বাবা-মা’কে জানানো হচ্ছে। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা সাফ জানান, সিবিআই মিথ্যা কথা বলছেন। তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের এই মন্তব্যের কেন বিরোধিতা করা হয়নি বলে আরজি করের নির্যাতিতার বাবা-মা বৃন্দা গ্রোভারের কাছ থেকে জানতে চান। এই নিয়ে দুই তরফের কথা-বার্তার পরেই বৃন্দা গ্রোভার আরজি কর মামলা থেকে সরে দাঁড়ান।