আরজি করে (RG Kar) ধর্ষণ ও খুন কাণ্ডে একদিন আগেই জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন (RG Kar) টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল। ৯০ দিনের মাথায় সিবিআই এই দুই অভিযুক্তের বিরুদ্ধে (RG Kar) চার্জশিট পেশ করতে পারেনি, সেই কারণেই জামিন পেয়েছে। সিবিআই ভূমিকা নিয়ে আরজি করে (RG Kar) নির্যাতিতার বাবা-মা সন্দেহ প্রকাশ করেছেন। শনিবার সিবিআইয়ের বিরোধিতা করে একের পর এক মিছিল আছড়ে পড়ল শহর কলকাতার বুকে।বাম কংগ্রেসের তরফে সিজিও কমপ্লেক্স অভিযান করা হয়। অন্যদিকে, নাগরিক সমাজের একাংশ চিকিৎসকদের সঙ্গে মিছিল করেন। সল্টলেকের করুণাময়ীতেও SUCCI –এর মিছিল হয়।
৯০ দিনের মাথাতে সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি। সেই কারণে শনিবার টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। সিবিআইয়ের বিরোধিতা করে বাম-কংগ্রেস মিছিল করে। নিজাম প্যালেসের সামনে তো একেবারে রণক্ষত্র। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হল কংগ্রেস কর্মীদের। কলেজস্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি করল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-কেও। একাধিক স্লোগানকে সামনে রেখে SFI মিছিল করে। এসএফআই নেতা দেবাঞ্জন দে এদিন এক সংবাদমাধ্যমকে বলেন, “রাজ্য সরকার বারবার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। বিচার প্রক্রিয়া দেরি করানোর চেষ্টা করেছে। এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সিবিআইয়ের চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কী এর উত্তর সিবিআইকে দিতে হবে।”
সিবিআইয়ের তদন্তে কার্যত হতাশা প্রকাশ করেছে আরজি করে নির্যাতিতার বাবা-মা। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। তবে আমরাও ভাবছিলাম এননটা হতে পারে। কারণ, সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই যা করার করব। তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল। সিবিআইয়ের উপর এবার হতাশ হয়ে পড়ছি। আমরা আদালতে যাব। আদালত ছাড়া তো আমাদের কাছে কোনও রাস্তা খোলা নেই।”