বাংলা সঙ্গীত জগতের চর্চিত নাম কবীর সুমন (Kabir Suman)। তাঁর (Kabir Suman)গান মানেই বিপ্লব। তাঁর গান মানেই বাঁচতে শেখার গল্প। সেই কবীর সুমন (Kabir Suman) একদিকে যেমন নিজের সৃষ্টির জন্য জনপ্রিয়। তেমনি তিনি (Kabir Suman)বার বার সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন নিজের বিতর্কিত মন্তব্যের জন্য। কবীর সুমন (Kabir Suman) একটা সময় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি (Kabir Suman) মুখ্যমন্ত্রী কট্টর সমর্থকও বটে। বার বার তিনি ব্যক্তিগত জীবন নিয়ে সরব হয়েছেন তিনি। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কবীর সুমন।
সম্প্রতি কবীর সুমন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ছোটবেলার তিনি সমকামী ছিলেন। তিনি বলেন, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। তারপর আমার মহিলাদেরই বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’ নিজের মন্তব্য সম্পর্কে স্পষ্ট করতে গিয়ে কবীর সুমন বলেন, ‘আপনি (সাংবাদিক) খুব সুন্দর। আপনাকে আমার ভাল্লাগছে। আপনাকে ভাল্লাগছে মানে কি আমি জানতে চেয়েছিল, আপনার দেশ কোথায়? ধরুন আপনি পোল্যান্ডের নাগরিক। তাহলে কি আমাকে পোলান্ডের পতাকা বুকে নিয়ে ঘুরতে হবে? সেই জাগয়া থেকেই আমার বলা,পতাকার চেয়ে ভালোবাসা অনেক বড়।’
বার বার প্রেমে পড়েছেন কবীর সুমন। প্রেয়শীকে বিয়ে করতে তিনি ধর্মত্যাগের কথা দ্বিতীয়বার ভাবেননি। তাঁর আগের নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। আমেরিকায় চাকরি করতে গিয়ে তিনি প্রেমে পড়েন বাংলাদেশের মেয়ে সোফিয়া নাজমার সঙ্গে। ঘটনাটি ১৯৬৯ সালে। ১০ বছর পর কলকাতায় ফিরে এসে সংসার পাতেন। শোনা যায় নাজমাকে বিয়ে করতে তিনি ধর্ম পরিবর্তন করেন। তবে সেই দাম্পত্য তাঁর টেকেনি। মারিয়া নামের এক মেয়েকে তিনি ভালোবেসে বিয়ে করেন। সেই দাম্পত্যেও ভাঙন ধরে। নয়ের দশকের শেষের দিকেই মারিয়া তাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ নিয়ে আসেন। নতুন শতাব্দীতে ডিভোর্স হওয়ার আগেই তিনি বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াশমিনকে বিয়ে করেন। এছাড়াও এই সঙ্গীতশিল্পীর আরও দুই বার বিয়ে হয়েছে। তবে তাঁর সেই দুই প্রাক্তন স্ত্রীর কথা তিনি প্রকাশ্যে আনেননি। যদিও তিনি দাবি করেছেন, তিনি পাঁচবার বিয়ে করেছেন।