সোমবার ভর সন্ধ্যায় বিকট শব্দে কেঁপে উঠলো বরানগর (Fire in Baranagar) বনহুগলী এলাকার এক বিলাসবহুল আবাসন চত্বর। ঘড়ির কাঁটায় বিকেল ৫:৩০ হঠাৎ আগুনের লেলিহান শিখা লক্ষ্য করে কর্তব্যরত শ্রমিক। কাছে যেতেই ঘটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল সহ বরানগর থানায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় অবশেষে আগুন আসে নিয়ন্ত্রণে। তবে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আবাসন নির্মাণে শ্রমিকদের ঘর।
কর্তব্যরত কর্মচারী আশুতোষ বিশ্বাস জানান শব্দ শুনে ছুটে আসি। দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক বিভ্রাটের ফলেই এই অগ্নিকাণ্ড।
স্থানীয় বাসিন্দা সুশান্ত সরকার বলেন অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ছুটে আসি। এসে দেখি একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। শ্রমিকরা রান্না করার সময় এই বিপত্তি ঘটে। তবে হতাহতের খবর নেই।
বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা কাজলী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন প্রথমে কালো ধোঁয়া দেখে ভয় পেয়ে যাই। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে ঘরের আসবাব। পাশাপাশি বাড়ি থাকায় ঘটনা যথেষ্ট আতঙ্কিত।