জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Kathua Fire) ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।
কাঠুয়া জিএমসির অধ্যক্ষ এস কে অত্রি জানিয়েছেন, এক অবসরপ্রাপ্ত সহকারী ম্যাট্রনের ভাড়া বাড়িতে আগুন (Kathua Fire) লেগেছে। বাড়িতে উপস্থিত ১০ জনের মধ্যে আগুনে (Kathua Fire) পুড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে ঐ বাড়ির সদস্যরাও রয়েছেন।
Jammu and Kashmir: In Kathua, a fire at a retired DSP’s house killed 6 people and injured 3 others. A neighbor was also injured during the rescue. The cause of death is believed to be suffocation pic.twitter.com/It0QESVcfH
— IANS (@ians_india) December 18, 2024
এস কে অত্রির মতে, প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত্যুর কারণ শ্বাসকষ্ট। পুলিশ মামলাটি তদন্ত করছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাঠুয়ায় এক অবসরপ্রাপ্ত ডিএসপি-র বাড়িতে অগ্নিকাণ্ডে (Kathua Fire) ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে একজন প্রতিবেশী। মৃত্যুর কারণ শ্বাসরোধ বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ফলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।