বৃহস্পতিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর সকালে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে (J&K Encounter) পাঁচ জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় দুই সেনা জওয়ান আহত হয়েছেন।
সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বুধবার রাতে জেলার বেহিবাগ এলাকার কাদদরে নিরাপত্তা বাহিনী একটি ঘেরাও ও তল্লাশি অভিযান (J&K Encounter) শুরু করে। এ সময় সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়।
সেনা আধিকারিক জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বুধবার রাতে জেলার বেহিবাগ এলাকার কাদদের গ্রামে নিরাপত্তা বাহিনী একটি ঘেরাও ও তল্লাশি অভিযান (J&K Encounter) শুরু করে। তিনি বলেন, তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়, যারা পাল্টা জবাব দেয়, যার ফলে এনকাউন্টার হয়। ঘটনার বিস্তারিত বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।
OP KADER, Kulgam
On 19 Dec 24, based on specific intelligence input regarding presence of terrorists, a Joint Operation launched by #IndianArmy & @JmuKmrPolice at Kader, Kulgam. Suspicious activity was observed by vigilant troops and on being challenged, terrorists opened… pic.twitter.com/9IxVKtDZkl
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) December 19, 2024
সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, “১৯শে ডিসেম্বর ২০২৪-এ, সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগামের কাদারে একটি যৌথ অভিযান (J&K Encounter) শুরু করে। তিনি বলেন, আমাদের সেনারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছে।