নিজস্ব প্রতিনিধি, বিধাননগরঃ সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। এ প্রসঙ্গে তিনি বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। তবে দলে কি পদ দেওয়া হবে সেটা নির্ভর করছে দলের ওপর।
তিনি রাজনীতিতে ফেরার কথা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে । রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে যাবার পর তাঁর আর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় কোন সাংবিধানিক বাধা নেই। ফলে খুব শীঘ্রই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে।
কলকাতায় ফিরতেই তথাগত বাবুর কাছে এদিন জানতে চাওয়া হয় যে, বঙ্গ রাজনীতিতে বিজেপির অন্দরেই বিভাজন তৈরি হয়ে গিয়েছে। এইব্যাপারে কি বলবেন ? উত্তরে তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন যে,কোন দলে বিভাজন নেই ? তৃণমূলে তো রক্তপাত হয়ে যায়।
যে কোনো গণতান্ত্রিক ভাবে পরিচালিত দলের মধ্যে বিভাজন হতে বাধ্য। তবে বিভাজন না এটা বিতর্ক। এই বিতর্ক ছাড়া দলে গণতন্ত্র থাকবে না। আমাদের তো কোন এক নেতা বা পরিবার নির্ভর নয়। এখানে দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে বলে আমরা, বিতর্ক এর মাধ্যমে ঠিক করি কে একটা জায়গায় যাবে তার জন্য আমরা রক্তপাতও করিনা বা একটা পরিবার কে গুরু বলে মানি না। তবে তথাগত বাবু এদিন অত্যন্ত দৃঢ়তার সহিত বলেন, বঙ্গ বিজেপির ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত উজ্জ্বল এবং ২০২১ এ তৃণমূলকে সরিয়ে দেবে এবং উৎখাত করে দেবে।
দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন, তার সঙ্গে তো ফোনে কথা হয়ে গিয়েছে আমার গতকাল। কথা হয়েছে কবে কোথায় দেখা হবে সেটা ঠিক করব। এখন তো করোনা চলছে তারপর তার সাথে কথা বলবো কোথায় দেখা হবে।
তথাগত বাবু আরও জানান, ‘আমি তাঁদের কাছ থেকে যা উত্তর পেয়েছি আমার মনে হয় আমি এখানে স্বাগত হব। বিজেপি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি তারা সবাই আমাকে স্বাগত জানিয়েছেন। কৈলাসজী আজকে আসার কথা এক দু দিনের মধ্যেই আমি সবার সাথে দেখা করব এবং আশা করি খুব তাড়াতাড়িই দলে যোগ দিতে পারব।’