পাওনা টাকা চাওয়ায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁদের তীব্র অপমান করা হয়েছিল। কটূক্তি করা হয়েছিল (Social Media)। সেই অপমান সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে (Social Media) আত্মহত্যার চেষ্টা করে এক দম্পতি। পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরা (Social media)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। বর্তমানে তাঁরা হুগলির জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, অগ্নিদগ্ধ অবস্থায় দম্পতি অলোক হাজরা ও মৌমুমী হাজরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অলোকের সঙ্গে কলিসান্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিন্তু কয়েক বছর ধরে দুই জনের সম্পর্কে ফাটল ধরে। কিছু অর্থ আসিফ হোসেনের থেকে পেতেন অলোক। সেই টাকা চাওয়ার পরেই আসিফ ফেসবুক লাইভে এসে অলোকের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁকে কটূক্তি করেন। অপমান করেন। সেই অপমান সহ্য করতে পারেন না অলোক ও তাঁর স্ত্রী মৌসুমী। বুধবার সন্ধ্যায় আসিফের বাড়ি যান। লাইভটা মুছে ফেলার অনুরোধ করতে থাকেন। এরপরেই দুই পক্ষের বচসা শুরু হয়। তারমধ্যেই ফেসবুক লাইভ করে ওই দম্পতি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
সঙ্গে সঙ্গে আহত দম্পতিকে উদ্ধার করে প্রথমে পাণ্ডুয়ার গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁদের দুজনের। পরে তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পাণ্ডুয়ার পুলিশ। ইতিমধ্যে তাঁরা তদন্ত শুরু করেছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রোশ মেটানো, ব্যক্তিগত রাগ মেটানো, অপমান করা, এসবের হার যেন বেড়ে গিয়েছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় এধরনের মন্তব্য করা হলে একসঙ্গে অনেক মানুষকে জানানো যায়। সেই অপমানই এই দম্পতি সহ্য করতে পারেননি।