এবারের শীতকালীন অধিবেশন (Parliament News) ছিল খুবই ঘটনাবহুল। বিরোধীরা আম্বেদকরের ইস্যুতে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছিল। এর পাশাপাশি, কংগ্রেস নিজেই খুব বাজে রকমভাবে ধাক্কা-ঘটনায় জড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সংসদ চত্বরে এই ঘটনার পর এখন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিক্ষোভের বিষয়ে নির্দেশ জারি করেছেন।
#WATCH | Delhi: BJP MPs protest in Parliament, alleging insult of Babasaheb Ambedkar by Congress party. pic.twitter.com/HRF2UFfucd
— ANI (@ANI) December 19, 2024
লোকসভার অধ্যক্ষ কঠোর নির্দেশ দিয়েছেন যে কোনও রাজনৈতিক দল বা সাংসদদের দল সংসদ ভবনের (Parliament News) কোনও গেটে বিক্ষোভ করবে না। স্পিকার এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন।
আক্রমণাত্মক অবস্থানে কংগ্রেস
লোকসভার অধিবেশন (Parliament News) শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস মকরদ্বারের কাছে বিভিন্নভাবে প্রতিবাদ করছিল, কিন্তু গতকালের ঘটনার পর এখন এখানে প্রতিবাদ করা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে, দিনের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
সরকার ও বিরোধী পক্ষের হাতাহাতি
আম্বেদকর ইস্যুতে গতকাল মকরদ্বারের (Parliament News) কাছে সরকার পক্ষ ও বিরোধীরা বিক্ষোভ করছিল। এই সময় একটি ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত।
Lok Sabha Speaker Om Birla issues strict instructions that no member/members, group of members or political parties shall hold demonstrations at any of the building gates of Parliament House: Sources
— ANI (@ANI) December 19, 2024
বিজেপির অভিযোগ, রাহুল গান্ধীর ধাক্কার কারণে দুই সাংসদ আহত হয়েছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে ৬টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাহুলের বিরুদ্ধে ‘শারীরিক নির্যাতন ও উস্কানির’ অভিযোগ এনেছে বিজেপি।
আহত সাংসদদের অবস্থা স্থিতিশীল
আহত বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুতের অবস্থা আগের চেয়ে ভালো। তাঁর বিপি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে তিনি আই. সি. ইউ-তে রয়েছেন। চিকিৎসকদের একটি দল তাঁদের পর্যবেক্ষণ করছে। সিটি ও এমআরআই রিপোর্ট স্বাভাবিক।