পাসপোর্ট তৈরি করে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা বার বার অভিযোগ করেছে (Bangladesh)। শুধু তাই নয়, বাংলাদেশ (Bangladesh) থেকে জঙ্গিরা বৈধ নথি নিয়ে ভারতে প্রবেশ করছে। যার জেরে পাসপোর্ট অফিসার বা ভিসা অফিসাররা (Bangladesh) দিশেহারা হয়ে গিয়েছে। এছাড়াও অবৈধ নথি (Bangladesh) নিয়ে ভারতে প্রবেশ করছে। গোয়েন্দারা জানিয়েছেন, অবৈধভাবে বাংলাদেশি (Bangladesh) নাগরিকদের সীমান্ত পার করিয়ে এ দেশে নিয়ে আসতো সমরেশ পরিচালিত চক্রের সদস্যরা। গোয়েন্দারা জানিয়েছেন, সমরেশ বিশ্বাস জাল পাসপোর্ট চক্রের একাধিক শাখা রয়েছে। এক একটি শাখার এক একটি কাজ ছিল বলে গোয়েন্দারা জানিয়েছে।
সমরেশ বিশ্বাসের জাল পাসপোর্ট চক্রের প্রত্যেকের আলাদা আলাদা কাজ ছিল। যে সব বাংলাদেশিরা বিদেশে যায় তাদের খোঁজ করা চক্রের একটা আলাদা অংশের কাজ ছিল। শুধু তাই নয়, ভারতে প্রবেশের পর চক্রের আলাদা একটা শাখার কাজ ছিল। বাংলাদেশিদের আসল নাম বদলে নতুন নাম দেওয়া হতো। নতুন নামে জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করা হতো। একইভাবে ভুয়ো বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট তৈরির লোক ছিল। তবে সমর বিশ্বাস চক্রের কাজ ছিল প্রথমে বাংলাদেশীদের অবৈধভাবে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করানো। ভারতে বাংলাদেশীদের প্রবেশ করানোর পরেই এসব কাজ করা হতো বলে গোয়েন্দারা জানিয়েছেন।
তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, প্রথমে বাংলাদেশীদের কাছ থেকে আগাম কিছু টাকা নেওয়া হতো। তারপরেই সমরেশ বিশ্বাসের নির্দেশে এজেন্টরা বাংলাদেশীদের ভারতে প্রবেশ করাতো। তারপরেই বাংলাদেশের নাগরিকদের জাল নথি তৈরির কাজ শুরু হতো। সেখান থেকেই অবৈধ বাংলাদেশী নাগরিকদের ভারতীয় নাগরিক করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গি ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা দাবি করেছে। মুর্শিদাবাদকে কেন্দ্র করে একের পর এক জঙ্গি ভারতে প্রবেশ করে বৈঠক করে চলে যাচ্ছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে প্রবেশ করে বাংলা ও আসামে অশান্তির সৃষ্টির চেষ্টা করেছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন।