সৌভিক সরকার, সল্টলেকঃ বিশ্বভারতীতে ভাঙচুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সল্টলেক সেন্ট্রাল পার্কের রবীন্দ্র মূর্তির সামনে থেকে মিছিল করে সিজিও কমপ্লেক্সে আসে এবিভিপির ছাত্রছাত্রীরা।
গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবিভিপির পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা। বিশ্বভারতীতে ভাঙচুর কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবং উপযুক্ত শাস্তির দাবিতে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে অবস্থিত সিবিআই দফতরে ডেপুটেশন দেয় এবিভিপি।
চলতি মাসের ১৭ তারিখে শান্তিনিকেতনের বিশ্বভারতীর পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা৷ হামলা চালানো হয়। ভাঙচুর করা হয়েছিল৷ এই ঘটনার সিবিআই তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রবীন্দ্রনাথের ছবি নিয়ে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর অভিযান করে।
তাদের দাবি, শিক্ষা প্রাঙ্গণে নক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন তাঁরা। সিজিওর গেটের সামনে রাস্তার উপর বসে তারা বিক্ষোভ চালায়।