শাব শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বাংলাদেশি (Bangladesh) জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গিয়েছে। জঙ্গি সংগঠন (Bangladesh) আনসারুল্লার বাংলা টিমের সঙ্গে শাব শেখের যোগ পেয়েছেন ভারতের গোয়েন্দাদের। অন্যদিকে, সেই শাব শেখ (Bangladesh) আবার মুর্শিদাবাদের ভোটার বলে জানা গিয়েছে। তবে শাব শেখের (Bangladesh) নাম এখনই ভোটার তালিকা থেকে বাদ যাওয়া হচ্ছে না। কারণ তাতে একাধিক জটিলতা দেখা দেবে।
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি জঙ্গির নাম হরিহরপাড়ার কেদারতলার ভোটার তালিকা থেকে নাম কাটানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর শাব শেখের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জমা পড়ে বিএলওর কাছে। সেই বিষয়ে তদন্ত শুরু হয়। । সেই তদন্তের রিপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রারের কাছে জমা পড়েছে।তবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছিল, দেশজুড়ে গত ১২ নভেম্বর থেকে ভোটার তালিকার নাম সংযোজন, নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছিল। তখন শাব শেখের নাম বাতিল করার প্রস্তাব আসে। ৭ নম্বর ফর্ম জমা পড়ে। তবে সেটা এখনও কার্যকর হায়নি। মনে করা হচ্ছে, আগামী জানুয়ারি মাসে যে ভোটার তালিকা তৈরি হবে, সেখানেও এই বাংলাদেশি জঙ্গির নাম থেকে যাবে।
বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতে এসে উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলে বার বার ভারতীয় গোয়েন্দারা সতর্ক করেছেন। একাধিক ব্যক্তিকে গোয়েন্দারা আটক করেছে। যাদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্রের প্রমাণ পাওয়া গিয়েছে। কিছু কিছু জঙ্গিরা বাংলাদেশ থেকে বৈধ নথি নিয়ে ভারতে প্রবেশ করে তাদের জঙ্গি সংগঠন আরও মজবুত করছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নেপাল থেকে ভারতে প্রবেশ করে বাংলা, আসাম, ত্রিপুরায় জঙ্গিরা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইছে বলে গোয়েন্দা জানতে পেরেছে। জঙ্গিরা নেপাল থেকে চিকেন নেক -এর পথ ধরে ভারতে প্রবেশের চেষ্টা করছে। জঙ্গিদের এই পরিকল্পনা বানচাল করে দিয়েছে ভারতীয় গোয়েন্দারা।