বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরির চক্রের পর্দা ফাঁস করতে পুলিশের একটি বিশেষ দল জেলায় জেলায় অভিযান শুরু করেছে (TMC)। সেই অভিযানে তৃণমূলের (TMC) এক কর্মী গ্রেফতার হয়েছে বলে জানা গিয়েছে। নদিয়ায় হরিনঘাটায় মাদপুর এলাকায় তৃণমূলের (TMC) কর্মী মৃগাঙ্ক দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাসিন্দা মৃগাঙ্ক বিশ্বাস (TMC) এক সময় দলের শহর SC সেলের সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০০০ টাকার বিনিময়ে অভিযুক্ত ওই তৃণমূল (TMC) কর্মী বাংলাদেশি যুবকের রেশন কার্ড ও ধৃত এসসি কার্ড তৈরি করে দিয়েছিল। যদিও তৃণমূল কর্মী (TMC) তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার নদিয়ার হরিণঘাটার মাদপুর থেকে গ্রেফতার হয় প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি যুবক। ধৃত বাংলাদেশি যুবকের কাছ থেকে জাল রেশনকার্ড ও নথি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, মাদপুর উত্তরপাড়া এলাকার এক বাসিন্দা হরিণঘাটা থানায় অভিযোগ করেন, তাঁর ঠিকানা ব্যবহার করে রেশন কার্ড তৈরি করেছেন এমন এক ব্যক্তি যাঁকে তিনি চেনেন না। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে পুলিশ প্রাঞ্জল মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাঞ্জল মণ্ডল জানান, বাংলাদেশ থেকে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারপর তাঁকে মৃগাঙ্ক বিশ্বাস এসসি সার্টিফিকেট ও রেশন কার্ড করার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে তিনি ৪০০০ টাকা মৃগাঙ্ক বিশ্বাসকে দিয়েছিলেন। মৃগাঙ্ক বিশ্বাসের সঙ্গে সুব্রত তরফদার নামের এক ব্যক্তি ছিলেন বলে প্রাঞ্জল জানিয়েছেন। শুক্রবার মৃগাঙ্ক ও প্রাঞ্জল দুজনকেই আদালতে তোলা হয়।
মৃগাঙ্ক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শুধু তাই নয়, তিনি এসসি সেলের সভাপতি ছিলেন। তবে তৃণমূলের থেকে দায় নিতে অস্বীকার করেছে। দলের তরফে জানানো হয়েছে, ধৃত যুবক দলের একজন সাধারণ কর্মী ছিলেন। তিনি বর্তমানে গুরুতর অভিযোগে অভিযুক্ত। তাই এই বিষয়ে দল কোনও রকম হস্তক্ষেপ করবে না।