সন্দেশখালিতে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কার্যত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার কার্যত শুরু করে দিয়েছেন। সন্দেশখালিতে জনসভায় তিনি (Mamata Banerjee) ৩২ লক্ষ পাকা বাড়ির প্রতিশ্রুতি দেন। তিনি (Mamata Banerjee) বলেন, আগামী দেড় বছরে তিনি ১৬ লক্ষ পাকা বাড়ির জন্য অর্থ দেবেন। আর তিনি (Mamata Banerjee) যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় আসেন, সেক্ষেত্রে বাকি ১৬ লক্ষ পাকা বাড়ি তৈরি করে দেবেন।
সন্দেশখালির জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার বাড়ি প্রকল্প দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার চালাচ্ছিল। এখন আমাদের কোনও ট্যাক্স নেই। একটাই ট্যাক্স, সেটা হল জিএসটি ট্যাক্স। যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও GST নেয়। রেস্টুরেন্টে খেতে গেলোও GST নেয়। সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িকে ৩ বছর ধরে ওরা টাকা দেয় না।’
পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘আবাসন প্রকল্পে আমরা গরমেন্টের টাকায় ইতিমধ্যে প্রায় ৪৭ লক্ষ বাড়ি তৈরি করেছি। শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম। তাতে ২৮ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যিই গরিব। তাদের মধ্যে ১২ লক্ষ মানুষের কাছে তাদের ৫০ শতাংশ টাকা ব্যাঙ্কের মাধ্যমে ইতিমধ্যে পৌঁছে গেছে। বাকিটা আগামী ৬ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে ১৬ লক্ষ মানুষকে আমি বলব, ঘাবড়াবেন না। আমি আগামী দেড় বছরের মধ্যে এই ১৬ লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব। যাতে আপনারা একটা মাথা গোঁজার স্থান পান। এই জেলাতেও ৫৬ হাজার মানুষ বাড়ি পেয়েছে।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবাস যোজনার প্রথম কিস্তি যাঁরা পেয়েছেন ইতিমধ্যে। তাঁরা পরবর্তী কিস্তির টাকা পাবেন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার কয়েক মাসে আগে।