ছেলে বলে বাংলাদেশী (Bangladeshi) এক যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পাশাপাশি অভিযুক্ত (Bangladeshi) অনুপ্রবেশকারীকেও গ্রেফতার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকা থেকে (bangladeshi) গ্রেফতার করা হয়েছে। অভিযোগ গত এক বছর ধরে ওই অনুপ্রবেশকারী (Bangladeshi) ভারতে অবৈধভাবে বাস করছিলেন।
বাগদা থানা এলাকার কানিয়ারা ১ নম্বর পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় এক বাংলাদেশি যুবক ভুয়ো পরিচয়ে বসবাস করছে বলে পুলিশের কাছে খবর আসে। পুলিশ জানতে পারে মেহেবুব হাসান নামে বাংলাদেশি যুবক নাম ভাঁড়িয়ে ভারতে বাস করছিলেন। ভারতে ওই যুবক নাম নিয়েছিলেন পরিচয় মণ্ডল। মাসুদ মণ্ডল নামের এক ব্যক্তি তাঁকে আশ্রয় দিয়েছিলেন বলে জানা গিয়েছে। রবিবার পুলিশ অভিযুক্তের বাড়ি যায়। সেখানেই পিতা পুত্রের নথি দেখতে চায়। কিন্তু মাসুদ মণ্ডল সেই নথি দেখাতে পারেনি। এরপরেই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
জেরায় ধৃত অনুপ্রবেশকারী মেহেবুব হাসান স্বীকার করেছে সে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। বাগদার ওপারেই যশোর জেলা বলে অভিযুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী। ইতিমধ্যে ওই বাংলাদেশি যুবক ভোটার তালিকায় নাম তুলেছেন। আধার কার্ড ও রেশন কার্ড তৈরি করেছিল ওই অভিযুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, মাসুদ মণ্ডলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। জানার চেষ্টা করছে, কেন ওই অপরিচিত বাংলাদেশি যুবককে নিজের ছেলে বলে আশ্রয় দিয়েছিলেন। বাইরে থেকে কোনও চাপের কারণে তিনি আশ্রয় দিয়েছিলেন কি না, পুলিশ তাও জানার চেষ্টা করছে। এছাড়া বাংলাদেশি যুবক কীভাবে ভারতের একাধিক পরিচয়পত্র তৈরি করল, সেই বিষয়েও পুলিশ তদন্ত করা শুরু করছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, পুলিশ জঙ্গি সন্দেহে রবিবার গভীর রাতে দুই ব্যক্তিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া এক ব্যক্তি কেরল থেকে গ্রেফতার হওয়া জঙ্গির পিসতুতো দাদা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ধৃত ব্যক্তির স্ত্রী তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বলেও জানা গিয়েছে।