সোমবার সন্দেশখালিতে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu adhikari)। সেখানে তিনি মন্তব্য করেন, সন্দেশখালিতে যা হয়েছে, তা আমি ভুলে গেছি। বিজেপির (Suvendu adhikari) কালো টাকার হাত দেবেন না। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখান শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি (Suvendu adhikari) বলেন, মা বোনেদের সম্ভ্রম লুঠ হয়েছে, এত সহজে ভুলে যাব?
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি সন্দেশখালি গিয়ে বলেছেন, যা হয়েছে আমি সব ভুলে গেছি। আপনারাও ভুলে যান। এত সস্তা আমাদের মা বোনেদের সম্ভ্রম? ভুলে যাব? উনি তো ভুলে যাবেনই। অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। ৭০ হাজার ভোটে জেতা সিট ৭ হাজারে হেরেছেন। ভুলে তো যাবেনই। বাকিটার উত্তর মঙ্গলবার দেব। আমার তো ২ – ৩ কোটি টাকার সভা নয়। পুলিশের লঞ্চ থাকবে না। বাইরের লোকজন নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী।’
মুখ্যমন্ত্রী বিজেপির কালো টাকা মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, ‘বিজেপির কালো টাকা নেই আর টাকা সরাসরি দেওয়ার সুযোগও নেই। সব টাকা দিয়ে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। মুখ্যমন্ত্রী বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল লোকে দেখছে। ওনার পরিবারের একটা লোকের নাম বলুন তো ১১ সালের আগে বিদেশে গেছেন। আর ১১ সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকা যায়। ২ বার ইউরোপ ৪ বার দুবাই যায়। আপনি কার কাছে কী গল্প করছেন? মানুষ দেখতে পাচ্ছে না? এই মুখ্যমন্ত্রীর তো সড়কপথে সন্দেশখালি যাওয়া উচিত ছিল। এখন তো বর্ষা নেই, কাদা নেই। অধিকাংশ এলাকা তো ওনার ভোটব্যাঙ্ক। কালো পতাকা তো কেউ দেখাত না। পুষ্পবৃষ্টি খেত খেতে যেতেন। বদলে গেছেন। রাজতন্ত্র উঠে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে যা চলছে, পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েশ। সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করে। মুসলিম ভোটব্যাঙ্ক, অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ।’